স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, আধুনিক সভ্যতার এক যুগান্তকারী আবিস্কার হলো স্মার্টফোন যা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় সব শ্রেণীর মানুষের কাছে অন্যতম সঙ্গী। বর্তমান সময়ে মোবাইল ফোন ব্যতীত আমাদের যেন এক মুহূর্তও চলে না।

স্মার্টফোন-স্লো-হওয়ার-কারণ-ও-করণীয়-সম্পর্কে-জানুন

ফলশ্রুতিতে স্মার্টফোনগুলো অতিরিক্ত ব্যবহার হয়ে থাকে এবং বিভিন্ন কারণে স্মার্টফোনগুলো দিন দিন স্লো হতে শুরু করে। তাই আজকে আমরা এই আর্টিকেলটিতে স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা কররবা- ইনশাল্লাহ।

পেজ সূচিপত্রঃ স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন

স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন

আমার প্রায় সবাই জানি যে ,স্মার্টফোন কিছুদিন ব্যবহার করার পর তা ধীরে ধীরে স্লো হয়ে যায়। আর এর কারণ হল ফোনটি কেনার পরপরই শুরু হয়ে যায় এর ওপর চরম নির্যাতন। অনেক সময় সামান্য কাজ করতে না করতে হঠাৎ হ্যাং করে বসে। যখন এটি ধীর গতিতে কাজ করে বা বারবার ল্যাগ করে, তখন তা কেবল বিরক্তিকরই নয়, কাজেও ব্যাঘাত ঘটায়।

স্মার্টফোন-স্লো-হওয়ার-কারণ-ও-করণীয়

এরকম সমস্যা গুলো শান্তিতে আপনার স্মার্টফোন ব্যবহার করতে পারছেন না।  নিরাপত্তা বাড়াতে ও নতুন ফিচার উপভোগের জন্য আপডেট দেয়া হয়। তাই ফোন স্লো হয়ে গেলে সিস্টেম আপডেট দিয়ে দেখুন। অবশ্য বেশ ক’দিন ধরে কিছু কোম্পানির ফোনে সিস্টেম আপডেট দেওয়ার পর নানা সমস্যা পাওয়া গেছে। তাই আগে ফোরামগুলোতে গিয়ে আপডেট সম্পর্কে জেনে নিন। তাতে নিরাপদেই আপডেট দিতে পারবেন।

আবার অনেকেই ফোন রিস্টার্ট দেন বারবার কিংবা রিস্টোর করেন। অবশ্য আপনি যদি কিছু নিয়ম বা উপায় ফলো করেন তাহলে এই সমস্যা সহজেই সমাধান করা সম্ভব হবে। তাই আমি আপনাদের জন্য স্মার্টফোন স্লো হওয়ার কারণ এবং এর সমাধানের কিছু উপায় জানিয়ে দেবার চেষ্টা করবো।

আরো পড়ুনঃ নিজের মোবাইলেই এখন পুরাতন জমির দলিল বের করুন মাত্র ৫ মিনিটে

স্মার্টফোন স্লো হওয়ার কারণগুলো জেনে নিন

আপনার হাতের স্মার্টফোন স্লো হয় বা ধীর গতিতে কাজ করে যেসব কারণে-
  • সফটওয়্যার আপডেটের অভাব অর্থাৎ পুরানো সফটওয়্যার ব্যবহারে ফোন স্লো হয়ে পড়ে।
  • অপ্রয়োজনীয় অ্যাপস মানে অনেক সময় আমরা ব্যবহার করি না এমন অ্যাপস ইন্সটল করে রাখি যা RAM ও স্টোরেজ দখল করে রাখে।
  • প্রতিটি অ্যাপ ব্যবহারের সময় কিছু ডেটা ক্যাশ হিসেবে জমা হয় যা ফোন ধীর করে তোলে।
  • অনেক অ্যাপস ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে যা প্রসেসরের ওপর চাপ ফেলে।
  • আমরা স্মার্টফোনটিকে নিজের মত করে আরো বেশি স্মার্ট করার জন্য বিভিন্ন গেজেট ব্যবহার করে থাকি। আর এই মাত্রা অতিরিক্ত গেজেট আপনার স্মার্টফোনটিকে স্লো করে দেয়।
  • আপনার ফোনে এমন কিছু অ্যাপস রয়েছে যেগুলো প্রচুর ব্যাটারি পাওয়ার কানজাম করে থাকে।
  • আপনার ডিভাইসের স্টোরেজ প্রায় পূর্ণ থাকলে ফোন স্লো হয়ে যায়।

স্মার্টফোন স্লো হলে এর সমধানে কিছু করণীয়

  • সিস্টেম আপডেট  রাখা: আপনার স্মার্টফোনটি স্লো হওয়ার প্রধান কারণ অপারেটিং সিস্টেম সব সময় আপডেট না থাকা। এটাকে সংক্ষেপে ওএস বলা হয়ে থাকে। বিশেষ করে, স্মার্টফোনের জন্য ওএস খুবই গুরুত্বপূর্ণ। এর কারণ হিসেবে দেখা যায়, বিভিন্ন ফোন কোম্পানিগুলো এই আপডেটের মাধ্যমে সিস্টেমে থাকা যাবতীয় ত্রুটি বিচ্যুতিগুলো রিমুভ করতে বা দূরীভূত করতে সাহায্য করে। তাই স্মার্টফোনের অপারেটিং সিস্টেম সব সময় আপডেট রাখা খুবই প্রয়োজন।
স্মার্টফোন-স্লো-হলে-এর-সমধানে-কিছু-করণীয়
  • ফ্যাক্টরি ডাটা রিসেট করুন: ব্যবহৃত ফোনটি যদি অতিরিক্ত মাত্রায় স্লো হয় তাহলে ফ্যাক্টরি ডাটা রিসেট দিতে হবে। এখানে সতর্ক থাকা উচিত যে, স্মার্টফোনগুলোর ফ্যাক্টরি ডাটা রিসেট করতে এর সব ডাটা ব্যাকআপ রেখে দেওয়া উচিত। কারণ, রিসেটের পর ফোনটির কোন তথ্য বা ডাটা বহাল থাকে না। নতুন করে সবকিছু সেটআপ করতে হয়।
  • মেমোরি স্টোরেজ ফুল হওয়া: বেশির ভাগ স্মার্টফোনই ছবি, ভিডিও, গান, মেসেজ বা কনট্যাক্ট নম্বর দিয়ে মেমোরি ফুল হয়ে গেলে স্মার্টফোনটি অস্বাভাবিকভাবে স্লো হয়ে পড়ে। তাই অপ্রয়োজনীয় এমন কোনো ছবি বা ভিডিও স্মার্টফোনে থাকে তবে সেসব ছবি বা ভিডিও ডিলিট করে দিন।
  • অপ্রয়োজনীয় অ্যাপস ডিলিট করুন: আপনার প্রয়োজন নেই এমন কোন অ্যাপস ডাউনলোড করা থেকে বিরত থাকুন। কারণ, এতে করে আপনার ফোনটি বারবার হ্যাং হওয়া সম্ভব না বেশি থাকে। এবং অপ্রয়োজনীয় অ্যাপস গুলো আপনার স্মার্টফোন থেকে ডিলিট করে রাখুন। তা ছাড়া প্রয়োজনে তুলনায় বেশি অ্যাপস ব্যবহার করলে বা ইন্সটল থাকলে স্মার্টফোনের গতি কমে যায়।
  • অ্যাপ্লিকেশনের যত্রতত্র পারমিশন বন্ধ করা: আমরা জানি, ফোনে নতুন অ্যাপ ইনস্টল করার পরই নানা পারমিশন চায়। এতে প্রাইভেসি যেমন ঝুঁকির মধ্যে থাকে, তেমনই ব্যাটারির চার্জও কমে যায়। এছাড়া ফোন স্লো হয়ে পড়ে। তবে এখন এন্ড্রয়েডের নতুন সংস্করণে শুধু অ্যাপ ব্যবহারের সময় পারমিশন কার্যকর হবে, এমন সেটিং চালু আছে। অ্যাপ ইনস্টল করে তাই ভেবেচিন্তে পারমিশন দিতে হবে।
  • বিজ্ঞাপন দেয় এমন অ্যাপ না রাখা: হাতের স্মার্টফোনটি অন করলেই অর্থাৎ কোনও অ্যাপে যেমন ইউটিউবে ঢুকলেই বিজ্ঞাপনের যন্ত্রনায় আমরা অস্থির হয়ে যাই। এতে করেও কিন্তু ফোন স্লো হওয়া সম্ভব না থাকে। তাই অ্যাপসের কিছু পারমিশন বন্ধ করে এর থেকে কিছুটা হলেও রক্ষা পাওয়া যাবে এবং এমন অ্যাপস ব্যবহার করবেন না যেগুলোতে প্রচুর বিজ্ঞাপন দেখায়।
  • ব্যাটারির যত্ন নেয়া প্রয়োজন: আপনার শখের স্মার্টফোনটির ব্যাটারির যত্ন নেওয়া খুবই প্রয়োজন। ফোন চার্জ দেয়ার সময় ফোন চালানো যাবে না, ফুল চার্জ করা কিংবা একেবারে চার্জ শেষ করাও ঠিক না। কোম্পানীগুলো ব্যাটারি উৎপাদনের সময় ঠিক কতবার ফুল চার্জ হওয়ার সক্ষমতা রাখে তা নির্ধারিত থাকে। ঘন ঘন ফুল চার্জ দিলে ব্যাটারির ক্ষতি হয়। সারা রাত ফোন চার্জে রাখবেন না।
  • অ্যাপ্লিকেশন ক্যাশ পরিষ্কার রাখা: স্মার্টফোনের ক্যাশে ডাটা ক্লিয়ার না করা এর স্লো হওয়ার অন্যতম কারণ। এসব ডাটা ক্লিয়ার করে স্মার্টফোনের গতি আরও দ্রুত করা সম্ভব। ক্যাশে ক্লিয়ার করার জন্য- সেটিংস > স্টোরেজ > ক্যাশে-তে যেতে হবে।
  • অযথা ডাটা ও ওয়াইফাই চালু না রাখা: আপনার স্মার্টফোনে সারাক্ষণ wi-fi অথবা ডাটা চালু রাখা উচিত নয় কারণ এতে করেও ফোন স্লো হয়ে যায়। তাই ডাটা অথবা ওয়াইফাই প্রয়োজন ছাড়া বন্ধ রাখুন।

স্মার্টফোন হ্যাং করলে তার দ্রুত সমাধান জেনে নিন

আপনার স্মার্টফোনটি হ্যাং করলে তার দ্রুত সমাধানঃ

  • Power Button ধরে রাখুন ও ফোন Restart দিন।
  • Safe Mode চালু করে দেখুন সমস্যা কোনো অ্যাপ থেকে হচ্ছে কিনা।
  • অতিরিক্ত গরম হলে ফোন কিছুক্ষণের জন্য বন্ধ রাখুন।

প্রশ্ন ও উত্তরঃ স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন

প্রশ্নঃ স্মার্টফোন ফাস্ট করতে আমরা কি করবো ?
উত্তরঃ ফোনটি ক্লিন করা, ক্যাশ ক্লিয়ার করা, অপ্রয়োজনীয় অ্যাপস অপসারণ করা, এবং সফটওয়্যার আপডেট কার্যকর করা উচিত।

প্রশ্নঃ ফ্যাক্টরি রিসেট দিলে কি ফোন ফাস্ট হয়?
উত্তরঃ হ্যাঁ, ফ্যাক্টরি রিসেট দিলে ফোন ফাস্ট হয়। তবে সব ডেটা ব্যাকআপ নিয়ে তারপর রিসেট করুন।

প্রশ্নঃ সাধারণত কোন অ্যাপগুলো ফোন স্লো করে?
উত্তরঃ হেভি গেমস ও সামাজিক মাধ্যম অ্যাপস যেমন- Facebook বা Tik Tok বেশি RAM খরচ করে থাকে। তাই ফোন স্লো হয়ে পড়ে।

প্রশ্নঃ ফোনের পারফরম্যান্স চেক কি?
উত্তরঃ কোনও ডিভাইসের অর্থাৎ ফোনের কর্মক্ষমতা মূল্যায়ন করতে পারফরম্যান্স চেক করা হয়ে থাকে। Simpleperf হল অ্যান্ড্রয়েডে অ্যাপ।

পোস্টের ইতিকথাঃ স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন

পরিশেষে, ‘স্মার্টফোন স্লো হওয়ার কারণ ও করণীয় সম্পর্কে জানুন’ শিরোনামের এই আর্টিকেলটি আলোচনা করে আমরা বলতে পারি যে, উল্লেখিত উপায় গুলো ব্যবহার করে আপনি আপনার স্মার্টফোনটিকে স্লো হওয়া থেকে রক্ষা করতে পারবেন এবং স্মার্টফোনটি ফাস্ট থাকবে ব্যবহার করে স্বাচ্ছন্দ বোধ করবেন আশা করি।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url