সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে? জানলে চমকে যাবেন!
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে জানতে হলে আজকের এই আর্টিকেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে করতে হবে। সৌদি আরবে বসবাসকারী প্রবাসীদের জন্য ড্রাইভিং লাইসেন্স একটি গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজ করে।
অনেক প্রবাসী আছে যারা সৌদি আরবে গাড়ি চালানোর কাজ করে থাকেন এবং অনেকেই দীর্ঘ বছর ধরে এ কাজ করে আসছেন। বিশেষ করে তাদের জন্য ড্রাইভিং লাইসেন্স অনেক গুরুত্বপূর্ণ। তাই আজকের এই আর্টিকেলে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে বিস্তারিত জানাবো।
পেজ সূচিপত্রঃ সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে
- সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে
- সৌদিতে ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন?
- সৌদিতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কি যোগ্যতা লাগবে
- ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র দরকার
- সৌদিতে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত রিয়াল খরচ হবে
- লাইসেন্সে আবেদন করার ধাপগুলো কি কি
- লাইসেন্স এর জন্য মেডিকেল টেস্ট ও চোখের পরীক্ষা নিয়ম
- ড্রাইভিং টেস্টে কি কি প্রশ্ন বা পরীক্ষা হয়
- লাইসেন্স হাতে পেতে কতদিন সময় লাগে
- লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়
-
ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অভ্যন্তরীণ টেস্ট কি কি
-
লাইসেন্স রিনিউ করতে কত রিয়াল খরচ হয়
-
ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে করণীয়
- সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
- শেষ কথাঃ সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে যদি আপনি জেনে থাকেন তাহলে ঘরে বসেই
এই কাজটি করতে পারবেন। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের জন্য ড্রাইভিং
লাইসেন্স করে এখন অনেকে প্রয়োজনীয় হয়ে উঠেছে। ব্যক্তিগত যানবাহন চালানো থেকে
শুরু করে পেশাদার ড্রাইভারদের চাকরি পাওয়ার ক্ষেত্রে এটি একটি বৈধ লাইসেন্স
অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা লাইসেন্স ছাড়া যে কোন গাড়ি চালানো বেআইনি।
আজকের এ আর্টিকেলের মাধ্যমে কিভাবে, কথায় এবং কিসের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স
করবেন তার বিস্তারিত আলোচনা করা হবে।
২০২৫ সালে সৌদি সরকার ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে কিছু কিছু নিয়ম
পরিবর্তন করেছেন এবং নতুন নিয়ম দিয়েছেন। যা সকল আবেদনকারীদের জন্য জানাটা খুবই
গুরুত্বপূর্ণ। এই পরিবর্তিত নিয়মে যদি আপনি ড্রাইভিং লাইসেন্স করতে চান তাহলে
কিছু নির্দিষ্ট ধাপ অনুসরণ করতে হবে। যেমনঃ মেডিকেল রিপোর্ট জমা দেওয়া,
প্রশিক্ষণ গ্রহণ করা, লিখিত ও ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহণ করা ইত্যাদি।
তাছাড়া এই ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে। যদি
আপনি সবকিছু কাগজ ঠিকঠাক করে জমা দেন তাহলে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হবে।
সৌদিতে ড্রাইভিং লাইসেন্স কেন প্রয়োজন
প্রতিটি দেশে গাড়ি চালানোর জন্য বৈধভাবেই লাইসেন্স থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
নইলে অনেকেই বেপরোয়া ভাবে গাড়ি চালায়। তাই প্রতিটি দেশের বৈধ ড্রাইভিং
লাইসেন্স থাকা উচিত। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স শুধুমাত্র একটি আইনি কাগজ
নয়, এটি একজন চালকের স্বাধীন চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ চাবিকাঠি হিসেবে কাজ
করে থাকে। বিশেষ করে কর্মজীবী মানুষ বা প্রবাসী শ্রমিকদের ক্ষেত্রে বাস এবং
ট্যাক্সি বা অন্যান্য যানবাহনের উপর নির্ভরশীল হওয়া সময় এবং অর্থ দুই দিক থেকে
কঠিন।ফলে নিজেও গাড়ি চালাতে পারা জীবনের গতি ও সুবিধা বাড়িয়ে
দেয়, যা শুধুমাত্র বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে সম্ভব।
ড্রাইভিং লাইসেন্সের আরেকটি বড় প্রয়োজনীয়তা হলো আইনি নিরাপত্তা লাভ করা। যদি
কারো বৈধ ড্রাইভিং লাইসেন্স থেকে থাকে তাহলে সে আইনের সব ধরনের সুযোগ সুবিধা ভোগ
করতে পারবে। সৌদি আরবে গাড়ি চালানোর সময় যদি ড্রাইভিং লাইসেন্স না থাকে তাহলে
বড় অংকের জরিমানা, গাড়ি আটকে রাখা এমনকি জেল পর্যন্ত হতে পারে। এমনকি অনেক
চাকরির ক্ষেত্রেও ড্রাইভিং লাইসেন্স থাকা বাধ্যতামূলক করেছেন। যেমনঃ ডেলিভারি
ড্রাইভার ও কোম্পানির পক্ষ থেকে যারা কাজ করে থাকেন। এমনকি পারিবারিক কিছু
ড্রাইভার এর লাইসেন্স থাকা আবশ্যক। তাই সৌদি আরবে স্বাচ্ছন্দ, নিরাপদে
ও আইনিভাবে চলাফেরার জন্য একটি বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা প্রত্যেকেরই
অত্যাবশ্যকীয়।
সৌদিতে ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে কি যোগ্যতা লাগবে
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পেতে হলে কিছু নির্দিষ্ট যোগ্যতা শর্ত পূরণ করতে
হয়। যেগুলো জানা প্রত্যেক গাড়ি চালকের জানা উচিত। প্রথমত, আবেদনকারীর বয়স
কমপক্ষে ১৮ বছর হতে হবে, আর আর প্রাইভেট ড্রাইভিং লাইসেন্স এর জন্য এটি
ন্যূনতম বাধ্যতামূলক। দ্বিতীয়, আবেদনকারীকে অবশ্যই সৌদি আরবে অবশ্যই আবাসিক
পরিচয় পত্র থাকতে হবে। তৃতীয়ত, আবেদনকারীকে স্বাস্থ্যগতভাবে সুস্থ থাকতে
হবে এবং এর প্রমাণ হিসেবে নির্দিষ্ট সরকারি বা অনুমোদিত ক্লিনিক থেকে স্বাস্থ্য
পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে।
শুধু বয়স বা আবাসিক পরিচয় পত্র থাকলেই চলবে না ড্রাইভিং লাইসেন্স পেতে হলে সৌদি
আরবের নির্দিষ্ট ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে প্রয়োজনের ট্রেনিং নিতে হয়। স্কুলে
ভর্তি হওয়ার সময় আবেদনকারীকে পাসপোর্ট সাইজের ছবি, স্বাস্থ্য রিপোর্ট ও ফি জমা
দেওয়ার রশিদ জমা দিতে হবে। এরপর তাকে লিখিত পরীক্ষা ও দৃষ্টি শক্তি পরীক্ষা এবং
বাস্তব ড্রাইভিং টেস্টে উত্তীর্ণ হতে হবে। সব মিলিয়ে বলতে গেলে অনেক সহজ যদি কেউ
এই বিষয়ে সম্পূর্ণ ধারণা পেয়ে থাকে।
ড্রাইভিং লাইসেন্স করার জন্য কি কি কাগজপত্র দরকার
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করতে হলে সঠিক কাগজপত্র প্রস্তুত রাখা অত্যন্ত
জরুরী। যদি আপনি ভুল কাগজপত্র দেখান বানিয়ে জমা দেন তাহলে ড্রাইভিং লাইসেন্স
সঠিকভাবে তৈরি হবে না। তাই সবার উচিত এ বিষয়ে খেয়াল রাখা। ড্রাইভিং
লাইসেন্স করার জন্য প্রথমত, আবেদনকারীর বৈধ ইকামা থাকতে হবে এবং সেটির ফটোকপি সহ
মূল কপি জমা দিতে হয়। দ্বিতীয়ত , পাসপোর্ট সাইজের চারটি রঙ্গিন ছবি জমা
দিতে হবে।এরপর প্রয়োজন হয় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টের অনুমোদিত হাসপাতালে বা
ক্লিনিকে চোখের দৃষ্টি ও রক্তের গ্রুপ সহ এতে স্বাস্থ্য ফিটনেস সার্টিফিকেট
আকারে দেওয়া হয়। যেটি আপনাকে জমা দিতে হবে।
এছাড়া আরো কিছু ডকুমেন্টের প্রয়োজন হয়ে থাকে। এর মধ্যে রয়েছে ড্রাইভিং স্কুলে
ভর্তি হওয়ার ফর্ম , অনলাইনে বা সরাসরি স্কুল থেকে পাওয়া যায়। এটি বের করে জমা
দিতে হবে অবশ্যই। সেই সঙ্গে লাইসেন্স ফি জমা দেওয়ার রশিদ এবং পূর্বে কোন
ড্রাইভিং লাইসেন্স থাকলে তার কপি জমা প্রদান করতে হবে। সব কাগজপত্র সঠিকভাবে
পরিষ্কারভাবে প্রস্তুত রেখে জমা দিলে ড্রাইভিং লাইসেন্স অনেক সহজ হবে। প্রস্তুতি
সময় যদি কাগজপত্র অসম্পূর্ণ বা ভুল থাকে তাহলে আবেদন বাতিল বা বিলম্বিত
হতে পারে। তাই সব কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত রাখা গুরুত্বপূর্ণ ।
সৌদিতে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কত রিয়াল খরচ হবে
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স করার প্রক্রিয়া মোট ক্ষণস নির্ভর করে আপনি
কোন ধরনের লাইসেন্স নিতে চাচ্ছেন, মেয়াদকাল কত দিনের এবং আপনি কোন ড্রাইভিং
লাইসেন্স ভর্তি হচ্ছেন তার উপর। ২০২৫ সালে ব্যক্তিগত ড্রাইভিং লাইসেন্স এর
জন্য সরকারি ফি নির্ধারিত রয়েছে দুই বছরের জন্য ৮০ রিয়াল। পাঁচ বছরের জন্য ২০০
রিয়াল এবং ১০ বছরের জন্য ৪০০ রিয়াল বরাদ্দ। এর পাশাপাশি এক্সাম ফি ফটো ও ফাইনাল
ওপেনিং ফি ধরা হয় প্রায় ১০ থেকে ৩০ রিয়াল পর্যন্ত। তবে এই সেই শুধু সরকারি
অংশ। তবে সবচেয়ে বেশি খরচ হয়েছে স্কুলে প্রশিক্ষণ ফিতে।
সাধারণত সৌদি আরবের স্বীকৃত ড্রাইভিং স্কুলগুলোতে ভর্তি ফি ও প্রশিক্ষণের জন্য
গড়ে ৪০০ থেকে ৯০০ রিয়াল পর্যন্ত খরচ হয় যা ক্লাসের ধরন ও প্রার্থীর পূর্ব
অভিজ্ঞতার উপর নির্ভর করে থাকে। যারা একেবারে নতুন তাদের জন্য প্রায় ৫০ থেকে ৯৫০
সিরিয়ালের মধ্যে পড়ে। কিন্তু যারা আগে থেকে কিছু অভিজ্ঞতা নিয়ে আসে তাদের জন্য
৪০০ থেকে ৫০০ রিয়াল এর মধ্যে হয়ে যায়। সব মিলিয়ে সম্পূর্ণ নতুন একটি ড্রাইভিং
লাইসেন্স করতে হলে ২০২৫ সালে খরচ দাঁড়াতে পারে গড়ে ১০০০ থেকে ১৩০০ সৌদি
রিয়াল পর্যন্ত। তবে যদি কেউ লাইসেন্স হারিয়ে ফেলেন বা রিনিউ করতে চান সে
ক্ষেত্রে অতিরিক্ত ১০০ রিয়াল বা নির্ধারিত ফি দিতে হবে।
লাইসেন্স আবেদন করার ধাপগুলো কি কি
সৌদি আরবে ২৫ সালের ড্রাইভিং লাইসেন্স আবেদন করার জন্য প্রথমে কিছু গুরুত্বপূর্ণ
কাগজপত্র প্রস্তুত করতে হবে। যেমনঃ বৈধ ই-কামা, পাসপোর্ট এর কপি, ছবি,
মেডিকেল ফিটনেস সার্টিফিকেট , এবং পূর্বের কোন দেশের ড্রাইভিং লাইসেন্স যদি থেকে
থাকে তাহলে। এরপরে সরকারি ওয়েবসাইট Absher এ একাউন্ট খুলে নিকটস্থ ড্রাইভিং
স্কুলে অ্যাপোয়েন্টমেন্টে বুক করতে হবে। এরপর স্বীকৃত ক্লিনিকে গিয়ে চোখের
পরীক্ষা ও রক্তের গ্রুপ পরীক্ষার মাধ্যমে মেডিকেল রিপোর্ট সংগ্রহ করে তার সিস্টেম
আপলোড করতে হবে।
মেডিকেল আবেদন প্রক্রিয়া শেষ হলে অনুমোদিত ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে নির্দিষ্ট
সময়ের প্রশিক্ষণ নিতে হয়। প্রশিক্ষণ শেষে প্রথমে পরীক্ষা দিতে হবে। পরীক্ষায়
সফল হলে ব্যাংক অ্যাপের মাধ্যমে নির্ধারিত লাইসেন্স ফি পরিশোধ করতে হয়।
সবশেষে ট্রফি কবে থেকে মূল ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করা যায় অথবা দাগ যোগে
পাঠানো হয়। এভাবেই আপনি খুব সহজেই ড্রাইভিং লাইসেন্স আবেদন গুলো করতে পারবেন।
লাইসেন্সের জন্য মেডিকেল টেস্ট ও পরীক্ষার নিয়ম
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পেতে গেলে প্রথম ধাপে একজন প্রার্থীর মেডিকেল
ফিটনেস টেস্ট বাধ্যতামূলক। এই পরীক্ষাটি নির্ধারিত সরকার অনুমোদিত হাসপাতাল বা
ক্লিনিক এর সম্পূর্ণ করতে হয়। মূলত দুটি পরীক্ষা নেওয়া হয়। চোখের দৃষ্টি
ও রক্তের গ্রুপ নির্ধারণ। চোখের দৃষ্টি পরীক্ষায় প্রার্থীকে রঙ চিনতে দেওয়া
হয়। সঠিকভাবে রং চিনতে পারছে কিনা। রক্ত পরীক্ষা মূলত ব্লাড গ্রুপ সনাক্ত করা
হয়। যা মূলত লাইসেন্স উল্লেখ করার জন্য প্রয়োজন হয়ে থাকে।
মেডিকেল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর থেকে দুই ধরনের পরীক্ষা দিতে হয়। একটি
থিওরি পরীক্ষা অপরটি হচ্ছে প্রাকটিক্যাল পরীক্ষা।
প্রাকটিক্যাল পরীক্ষায় বাস্তবে গাড়ি চালিয়ে দক্ষতা প্রদর্শন
করতে হয়। আর থেওরি পরীক্ষায় সাধারণত কম্পিউটার ভিত্তিক পরীক্ষা নেওয়া
হয়ে থাকে। তাই বলা যায় যে সৌদিতে ড্রাইভিং লাইসেন্সের জন্য মেডিকেল টেস্ট
পরীক্ষা নিয়ম সম্পর্কে আগে থেকেই অবগত হওয়া উচিত।সৌদি আরবে ড্রাইভিং
লাইসেন্স কত রিয়াল লাগে বিস্তারিত এখন মানুষের কাছে সহজ হয়ে উঠেছে।
ড্রাইভিং টেস্টি কি কি প্রশ্ন ও পরীক্ষা করা হয়
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্সের থিওরি বা কম্পিউটার টেস্টে মূলত প্রার্থীর
ট্রাফিক নিয়ম, সিগনাল বোঝার ক্ষমতা, নিরাপদ ড্রাইভিং জ্ঞান এবং জরুরি পরিস্থিতি
সামাল দেওয়ার দক্ষতা যাচাই করা হয়। নিচে কোন ধরনের প্রশ্ন থাকে তা বিস্তারিত
দেওয়া হলো
ড্রাইভিং টেস্টে থিওরি যেসব প্রশ্ন থাকেঃ
১.ট্রাফিক সাইন ও রোড সিগনাল
- কোন চিহ্নটি “বাধা নিষেধ” বোঝায়?
- রাস্তার এই চিহ্নের মানে কী?
- “STOP” সাইন কী নির্দেশ করে?
- ডানপাশে মোড় নেওয়ার সিগন্যাল কোনটি?
২. নিরাপত্তা ও আচরণ
- গাড়ি চালানোর সময় সিটবেল্ট ব্যবহার কেন জরুরি?
- বাচ্চাদের কোথায় বসানো নিরাপদ?
- যদি গাড়ির ব্রেক কাজ না করে, কী করবেন?
৩. রাস্তার নিয়ম ও আচরণ
- ওভারটেক করার সঠিক নিয়ম কী?
- চার-মুখী ক্রসিংয়ে কে আগে যাবে?
- রাউন্ড অ্যাবাউট কিভাবে পার হতে হয়?
লাইসেন্স হাতে পেতে কতদিন সময় লাগে
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স পেতে সময় ও স্বাধীনতা
আবেদনকারীর প্রস্তুতি, কাগজপত্র, প্রশিক্ষণ এবং পরীক্ষা সফলতা অনুযায়ী
পরিবর্তিত হতে পারে। যদি সকল কাগজপত্র ঠিকঠাক থাকে এবং আবেদনকারী প্রশিক্ষণ কোর্স
সফলভাবে সম্পন্ন করে থাকেন তাহলে সাধারণত ৭ থেকে ১৫ কর্ম দিবসের মধ্যে প্রক্রিয়াটি সম্পন্ন
হয়ে যায়। এই সময়ের মধ্যে মেডিকেল টেস্ট , ক্লাস ড্রাইভিং টেস্ট ইত্যাদি
শেষ করতে হয়। তাহলে আপনি খুব দ্রুত ড্রাইভিং লাইসেন্স পেয়ে যাবেন।
কিন্তু অনেক সময় কিছু অতিরিক্ত কারণে প্রকৃতি দীর্ঘতর হতে পারে। যেমনঃ যদি
প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হন তাহলে তাকে অবশ্যই পুনরায় পরীক্ষার জন্য সময়
নিতে হবে। হলে প্রক্রিয়া আরো এক থেকে দুই সপ্তাহ বাড়তে থাকবে। এছাড়া বিভিন্ন
ভিড় অথবা সরকারি ছুটির দিন ইত্যাদি মিলিয়ে এক মাসের মতো সময় লেগে
যেতে পারে। তাই যারা সৌদি আরবের নতুন ড্রাইভিং লাইসেন্স করতে চান তাদেরকে
ধৈর্য ধরে পুরোপুরি অনুসরণ করতে হবে এবং নির্ভুল কাগজপত্র প্রস্তুতির মাধ্যমে
দ্রুততার সঙ্গে লাইসেন্স পাওয়ার চেষ্টা করতে হবে।
লাইসেন্স কোথা থেকে সংগ্রহ করতে হয়
সৌদি আরবের ড্রাইভিং লাইসেন্স সংগ্রহের প্রক্রিয়া মূলত সম্পূর্ণ সংশ্লিষ্ট
ট্রাফিক বিভাগ থেকে। যেসব ব্যক্তি লাইসেন্স আবেদন করবেন তারা প্রথমে
অনুমতিতে ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ ও পরীক্ষা সম্পন্ন করে থাকেন।
পরীক্ষার ফলাফল সফল হলে ড্রাইভিং স্কুল থেকে সংশ্লিষ্ট ট্রাফিক অফিসে লাইসেন্স
ইস্যুর মাধ্যমে রেফার করা হয়। এরপর তারিখ অনুযায়ী সেখান থেকে লাইসেন্স
সংগ্রহ করতে হয়।
অনেক সময় ড্রাইভিং স্কুল থেকে সরাসরি লাইসেন্স প্রদান করা হয়। বিশেষ করে যদি
আবেদন করি সব ধাপ সম্পূর্ণ সফলভাবে করতে সক্ষম তবে। তখন তাকে কষ্ট করে ট্রাফিক
অফিসে গিয়ে লাইসেন্স সংগ্রহ করতে হয় না। সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করানো
খরচ ও প্রক্রিয়া অনেক সহজ কাজ।
ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অভ্যন্তরীণ টেস্ট কি কি
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে অভ্যন্তরীণ টেস্ট অত্যন্ত
গুরুত্বপূর্ণ একটি ধাপ। এই টেস্টটি সাধারণত ড্রাইভিং স্কুল বা লাইসেন্স
কর্তৃপক্ষের নির্ধারিত একটি নির্দিষ্ট এলাকা বা ট্র্যাকে নেওয়া হয়। এতে
পরীক্ষার্থীর প্রাথমিক ড্রাইভিং দক্ষতা যাচাই করা হয়। যেমনঃ গাড়ি স্টার্ট
দেওয়া, গিয়ার বদলানো, ব্রেক ও এক্সিলারেটর সঠিকভাবে ব্যবহার, ব্যাক গিয়ারে
গাড়ি চালানো এবং নির্দিষ্ট লাইনের মধ্যে গাড়ি চালানো ইত্যাদি। এতে
পারফরম্যান্স খারাপ হলে পুনরায় প্রশিক্ষণ নিতে হতে পারে। এই পরীক্ষার মাধ্যমে
জানা যায়, পরীক্ষার্থী যানবাহন নিয়ন্ত্রণে কতটা পারদর্শী।
অভ্যন্তরীণ টেস্টে আরও কিছু নির্দিষ্ট কারিগরি বিষয় থাকে যেমন “S” শেপ বা “৮”
শেপ চালনা, পার্কিংয়ের সঠিক পদ্ধতি, হ্যান্ড ব্রেকে পাহাড়ি রাস্তার মতো ঢালু
জায়গায় গাড়ি থামানো ও চালানো, এবং সংকীর্ণ পথে চালনার দক্ষতা। এই অভ্যন্তরীণ
পরীক্ষা ড্রাইভিং লাইসেন্স প্রক্রিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ, কারণ এটি
উত্তীর্ণ না হলে আপনি বহিঃস্থ বা মূল সড়কে টেস্টে অংশ নিতে পারবেন না।
অভ্যন্তরীণ পরীক্ষার উদ্দেশ্য হলো, চালক হিসেবে আপনার নিয়ন্ত্রণ, সচেতনতা এবং
ট্রাফিক নিরাপত্তা সম্পর্কে প্রাথমিক ধারণা রয়েছে কি না তা যাচাই করা। তাই এই
ধাপে ভালো প্রস্তুতি এবং মনোযোগ দিয়ে অংশ নেওয়া জরুরি।
ড্রাইভিং লাইসেন্স রিনিউ করতে কত খরচ হয়
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স রিনিউ করার খরচ নির্ভর করে আপনি কত বছরের জন্য
রিনিউ করছেন তার ওপর। সাধারণত ১ বছরের জন্য রিনিউ করতে খরচ হয় ৪০ সৌদি রিয়াল,
২ বছরের জন্য ৮০ রিয়াল, ৫ বছরের জন্য ২০০ রিয়াল এবং ১০ বছরের জন্য ৪০০ রিয়াল।
এই ফি শুধুমাত্র ব্যক্তিগত গাড়ির লাইসেন্সের জন্য প্রযোজ্য। মোটরসাইকেলের
লাইসেন্স রিনিউ করতে প্রতি বছরের জন্য প্রায় ২০ রিয়াল খরচ হয়। লাইসেন্স
রিনিউয়ের জন্য আবেদন করার সময় মেডিকেল রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক এবং তা
অনুমোদিত মেডিকেল সেন্টার থেকেই নিতে হয়।
লাইসেন্স রিনিউয়ের প্রক্রিয়াটি অনেক সহজ এবং এটি আপনি ঘরে বসে অনলাইনে করতে পারবেন। আবেদনকারীকে
প্রথমে "Absher" অ্যাকাউন্টে লগইন করে তারপর "Traffic" বিভাগে গিয়ে “Renew Driving
License” অপশন সিলেক্ট করে নিতে হবে। সেখান থেকে মেয়াদ বেছে নিয়ে নির্ধারিত ফি
পরিশোধ করতে হয়। রিনিউয়ের পর নতুন কার্ড নিতে চাইলে ডেলিভারির জন্য অতিরিক্ত
২০ থেকে ৩০ রিয়াল পোস্টাল চার্জ দিতে হতে পারে। যদি লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে
যাওয়ার ৬০ দিনের মধ্যে রিনিউ না করা হয়, তাহলে বিলম্ব ফি হিসেবে অতিরিক্ত ১০০
রিয়াল পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। তাই সময়ের মধ্যেই রিনিউ করে নেওয়া
সবচেয়ে ভালো।
ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে করণীয়
ড্রাইভিং লাইসেন্স হারিয়ে গেলে সৌদি আরবে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে
নতুন কপি সংগ্রহ করতে হয়। প্রথমেই, আপনি নিকটস্থ থানায় গিয়ে একটি “লাইসেন্স
হারানোর সাধারণ জিডি করতে হবে। এরপর "Absher" অ্যাকাউন্টে লগইন করে
“Report Lost Documents” অংশে গিয়ে হারানো লাইসেন্সের তথ্য সাবমিট করতে হবে।
সেখান থেকে আবেদন করা যাবে ডুপ্লিকেট লাইসেন্সের জন্য।
এরপর আপনাকে একটি নির্দিষ্ট পেমেন্ট ফি আনুমানিক ১০০ সৌদি রিয়াল দিতে
হবে সাদক বা ব্যাংকের মাধ্যমে। ফি জমা দেওয়ার পর “Absher” থেকে “Request
Replacement for Lost License” অপশন সিলেক্ট করে আবেদন জমা দিতে হয়। আবেদন
প্রসেসিং শেষ হলে, আপনি আপনার নির্দিষ্ট মুআসসাসা বা ট্রাফিক অফিস থেকে নতুন
লাইসেন্স সংগ্রহ করতে পারবেন। অনেক ক্ষেত্রেই অ্যাপয়েন্টমেন্ট নিতে হতে পারে,
তাই আগে থেকে সময় বুকিং দিয়ে যাওয়া ভালো।
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর
নিচে সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করানো নিয়ে সবচেয়ে সাধারণ এবং গুরুত্বপূর্ণ
FAQ বা সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নোত্তর দেওয়া হলোঃ
প্রশ্নঃ সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স করতে মোট কত রিয়াল লাগে?
উত্তরঃ ড্রাইভিং স্কুল, মেডিকেল টেস্ট, পরীক্ষা ও মূল লাইসেন্স ফি
মিলিয়ে সাধারণত ৯০০ থেকে ১২০০ রিয়াল পর্যন্ত খরচ হয়।
প্রশ্নঃ লাইসেন্সের মেয়াদ কত বছর হয়?
উত্তরঃ সৌদিতে ড্রাইভিং লাইসেন্স সাধারণত ২, ৫, অথবা ১০ বছরের জন্য
করা যায়। মেয়াদ অনুযায়ী ফি আলাদা হয়।
প্রশ্নঃ মহিলা প্রার্থীরা কি ড্রাইভিং লাইসেন্স করতে পারেন?
উত্তরঃ হ্যাঁ, এখন সৌদি আরবে মহিলারা বৈধভাবে ড্রাইভিং লাইসেন্স করতে
পারেন এবং আলাদা ড্রাইভিং স্কুলে প্রশিক্ষণ নিয়ে লাইসেন্স পেতে পারেন।
প্রশ্নঃ বাংলাদেশি বা বিদেশিরা লাইসেন্স করতে পারবে কি?
উত্তরঃ হ্যাঁ, সৌদিতে বৈধ ইকামাধারী যে কোনো বিদেশি
নির্ধারিত নিয়মে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন।
শেষ কথাঃ সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে
সৌদি আরবে ড্রাইভিং লাইসেন্স কত রিয়াল লাগে আগের তুলনে অনেকটা কিছু সহজ হয়েছে।
তবে খরচ কিছুটা বেড়েছে বলে ধরা হয়ে থাকে। বর্তমানে লাইসেন্স ফি, মেডিকেল ফি,
ড্রাইভিং কোর্স ও পরীক্ষার জন্য গড়ে ৫০০ থেকে ১২০০ রিয়াল পর্যন্ত ব্যয় হতে
পারে। যা বাংলাদেশী টাকায় প্রায় ১৫ হাজার থেকে ৩৫ হাজার পর্যন্ত হয়ে
থাকে।
লাইসেন্স পাওয়ার বা লাইসেন্সে আবেদন করার প্রক্রিয়াগুলো যদি সঠিকভাবেই
সম্পূর্ণ করে থাকেন তাহলে খুব দ্রুতই লাইসেন্স পাওয়া সম্ভব।
বর্তমানে ড্রাইভিং লাইসেন্স পাওয়া এখন আর জটিল কিছু নয়। বিশেষ করে যারা
সৌদি আরবে গাড়ি চালকের কাজ করে আসছেন। সৌদিতে স্বাধীনভাবে চলাচল ও
কর্মক্ষেত্রে সুযোগ বৃদ্ধির জন্য ড্রাইভিং লাইসেন্স করানো এখন অনেক বেশি উপকারী
ও প্রয়োজন হয়ে উঠেছে।
গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url