ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম,

প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, বর্তমান প্রযুক্তির দ্রুত গতির ‍উন্নতির সাথে সাথে ফ্রিল্যান্সিং একটা বড় ধরনের অর্থ উপার্জনের মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। আর এই নতুন বছর ২০২৬ সাল হতে পারে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বছর।

ডিমান্ড-থাকা-চমৎকার-কিছু-ফ্রিল্যান্সিং-স্কিল--২০২৬

আপনি চাইলে, বিভিন্ন বিষয়ে বা যেকোন একটি বিষয়ে ভালোভাবে দক্ষতা অর্জন করে বিভিন্ন মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং করে ইনকাম শুরু করতে পারেন ২০২৬ সালে। তাই আজকে আমাদের আর্টিকেলের আলোচনার বিষয় হচ্ছে, ‘ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন’। 

পেজ সূচিপত্রঃ ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন

ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন

আপনি কি ফ্রিল্যান্সিং সম্পর্কে আগ্রহী কিন্তু মনে করেন যে আপনার সঠিক দক্ষতা নেই? সত্যি কথা হলো, অনলাইনে কাজ শুরু করার জন্য আপনার উন্নত বা উচ্চ প্রযুক্তিগত দক্ষতার প্রয়োজন নেই। আপনি যা জানেন তা দিয়ে শুরু করতে পারেন এবং সেখান থেকে উন্নতি করতে পারবেন।

আপনি যদি আজ চমৎকার ফ্রিল্যান্সিং দক্ষতা বেছে নেন, তাহলে আপনি আপনার স্বাধীনতা, বিশ্বব্যাপী আয়ের অ্যাক্সেস এবং ক্যারিয়ার নিয়ন্ত্রণ পারবেন। আর আপনি যদি ভুল দক্ষতা বেছে নেন, তাহলে আপনি কম বেতন, প্ল্যাটফর্ম স্যাচুরেশন এবং অস্থির কাজের মুখোমুখি হবেন। কাজেই খুবই গুরুত্ব সহকারে আপনাকে দেখে-শুনে দক্ষতা নির্বাচন করতে হবে।

তাই, আজকে আমরা ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল, ২০২৬ - নিয়ে আলোচনা করবো, যেগুলো আপনার জন্য খুবই কাজে দেবে বলে আমরা মনে করি।

আরো পড়ুনঃ মেবাইল অথবা কম্পিউটার দিয়ে অনলাইনে ইনকাম - জানুন বিস্তারিত

ডিজাইন এবং সৃজনশীল স্কিল

বর্তমান সময়ে অর্থাৎ ২০২৬ সালের সবচেয়ে ডিমান্ডিং স্কিল বা দক্ষতা হচ্ছে ডিজাইন এবং সৃজনশীল স্কিল। যেগুলো বিভিন্ন মার্কেটিং ছাড়িয়ে অন্যান্য ভুমিকা এবং শিল্পেও প্রসারিত হচ্ছে। এইসব ডিজাইন ও সৃজনশীল স্কিলের মধ্যে রয়েছে-

  • ইন্ডাসট্রিয়াল ডিজাইন
  • প্যাটার্ন ডিজাইন
  • ভিডিও প্রোডাকশন
  • প্রেজেন্টিং ডিজাইন
  • থ্রি-ডি ‍এনিমেশন
  • ইমেজ এডিটিং
  • প্রোডাক্ট ডিজাইনার
  • ভিডিও এডিটরস
  • ক্যানভা গ্রাফিক ডিজাইনার

সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট স্কিল

বর্তমানে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট সবচেয়ে বেশি চাহিদাসম্পন্ন ফ্রিল্যান্স দক্ষতাগুলির মধ্যে একটি। তবে এর সবচেয়ে ভালো দিক হল এটি শুরু করার জন্য কোনও ভালো মানের দক্ষতা বা স্কিল বা অভিজ্ঞতার প্রয়োজন হয় না।

তাছাড়া, আপনি যদি ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন এবং পিন্টারেস্টের মতো প্ল্যাটফর্ম গুলির সাথে আপনার কাজ করার পদ্ধতি ইতিমধ্যেই জানেন, তাহলে আপনি পেশাদারভাবে সোশ্যাল মিডিয়া পরিচালনার করতে কোনরকম সমস্যা হবে না বরং নির্বিগ্নে চালিয়ে যেতে পারবেন।

এর জন্য যেকোন একটি ব্র্যান্ডের অনলাইন উপস্থিতি শক্তিশালী করার জন্য কন্টেন্ট তৈরি, সময়সূচী, প্রচার এবং বিশ্লেষণ জড়িত থাকাটা জরুরি।

আপনি যদি নিজের অ্যাকাউন্ট সফলভাবে পরিচালনা করে থাকেন, তবে আপনার ইতিমধ্যেই একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। এখন ২০২৬ সালে এটি অন্য কারো ব্র্যান্ড বৃদ্ধির জন্য সেই দক্ষতাগুলি ব্যবহার করতে  পারেন যাতে করে আপনার অভিজ্ঞতা বৃদ্ধি পাবে।

আরো পড়ুনঃ বেস্ট- ১৪টি অনলাইন বিজনেস ধারণা ২০২৬, ঘরে বসেই

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) সম্পর্কে জানুন

সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা SEO বর্তমান সময়ে একটি ট্রেন্ডিং টপিক। এটি সবচেয়ে চাহিদাসম্পন্ন ফ্রিল্যান্স দক্ষতাগুলির মধ্যে একটি, যা সকল প্রকারের ব্যবসা- তাদের পণ্য এবং পরিষেবা প্রচারের জন্য ব্যবহার করে থাকে। মুলত SEO হলো ডিজিটাল মার্কেটিং এর একটি অংশ যেখানে সার্চ ইঞ্জিন থেকে ভিজিটর বা ট্রাফিক আনার উদ্দেশে একটি ওয়েবসাইটকে অপটিমাইজ করার জন্য কাজ করা হয়।

সার্চ-ইঞ্জিন-অপ্টিমাইজেশন-(SEO)

আমরা প্রতিনিয়ত কোন না কোন ওয়েব সাইট ভিজিট করে থাকি। যেমন- আপনি এখন আমার সাইটে ভিজিট করছেন। আপনি আমার সাইটের একজন দর্শক। হয়তো, আপনি গুগল সার্চ করে আমার ব্লগ খুঁজে পেয়েছেন। কিন্তু, আমার এই লেখা কোন দর্শকের কাছে না পৌঁছালে এই ব্লগ বা আর্টিকেল লেখাতো এক অর্থে বৃথা। তাই আমাদের এসইও শিখতে ও প্র্যাকটিস করতে হয়।

সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন বা SEO বুঝতে বা শিখতে হলে ৫টি বিষয় বুঝতে হবে, 
  • সার্চ ইঞ্জিন কি? বা সার্চ ইঞ্জিন কাকে বলে: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (Search Engine Optimization) বা এসইও  বলতে বুঝায় কোন ওয়েবসাইট বা ওয়েবপেজকে সার্চ ইঞ্জিনে র‌্যাঙ্ক এ নিয়ে আসা। জেনো কেউ সার্চ করলে সহজেই তা খুঁজে পায়। প্রতিটি সার্চ ইঞ্জিন এর কিছু নিয়ম-কানুন আছে, যা অনুসরণ করে একজন এসইও এক্সপার্ট তার অভিজ্ঞতার সমন্বয়ে একটি ওয়েবপেজকে র‌্যাঙ্ক এ নিয়ে আসেন। বর্তমানে অ্যাডস এর বিপরীতে এসইও কে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
  • সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে: কোন তথ্য খুঁজে দিতে হলে প্রথমে আপনাকে সেটা জানতে হয় কোথায় আছে। তাই সার্চ ইঞ্জিনগুলো অনলাইনের সকল ডকুমেন্ট, ওয়েবসাইট, টেক্সটগুলোর গুরুত্বপূর্ণ অংশ ইনডেক্স করে নেয় বা তাদের ডাটাবেসে সংরক্ষণ করে। কিন্তু, প্রথমত সেগুলি খুজে পেতে হবে তাই না? তারপরে সার্চ করা শব্দের সাথে মিল রেখে সেরা উত্তর বা রেজাল্টগুলো দেখাতে হবে।
আমারা জানি, অনলাইনে কোন টপিকে লাখ লাখ বা কোটি কোটি ওয়েবপেজ থাকতে পারে। সেগুলো থেকে কোনটিকে প্রথমে আর কোনটিকে শেষে দিবে সেটা বোঝার বা বের করার জন্য তারা কিছু অ্যালগরিদম ব্যবহার করে। যেমন- ক্রল করা, ইন্ডেক্সিং করা, র‌্যাঙ্কিং করা।

গুগল এবং বিং -এর মতো সার্চ ইঞ্জিনগুলি ওয়েবেপেজ ক্রল করতে, সাইট থেকে অন্য সাইটে যেতে, সেই পৃষ্ঠাগুলির সম্পর্কে তথ্য সংগ্রহ করতে এবং সেগুলিকে ইনডেক্স বা সূচিভুক্ত করে রাখার জন্য বট ব্যবহার করে৷

তারপর, অ্যালগরিদমগুলি সূচিভুক্ত থাকা পৃষ্ঠাগুলিকে বিশ্লেষণ করে, শত শত র‌্যাঙ্কিং ফ্যাক্টর বা সংকেত বিবেচনা করে, একটি প্রদত্ত প্রশ্নের জন্য সার্চ ফলাফলে কে কোন ক্রমে উপস্থিত হবে তা নির্ধারণ করে থাকে৷ এই কাজটি অনেকটা লাইব্রেরিয়ান এর মতো, লাইব্রেরিয়ান লাইব্রেরির প্রতিটি বই পড়েছেন এবং আপনাকে বলতে পারেন কোন বইটি আপনার প্রশ্নের উত্তর দিতে পারবে।
  • SEO এর কাজ কি?
ওয়েবসাইটের ট্রাফিক তথা বিক্রি বা আয় বাড়াতে এসইও অপরিহার্য। তাই এসইও শেখা গুরুত্বপূর্ণ। এসইও (SEO) করার জন্য ৮টি ধাপ অনুসরণ করা হয়, যেমন-
  1. কিওয়ার্ড রিসার্চ বা খুঁজে বের করা ।
  2. পেজের টাইটেল বা শিরোনামে কীওয়ার্ড অন্তর্ভুক্ত করা।
  3. পেজের URL-এ কীওয়ার্ড রাখুন।
  4. মেটা ডেসক্রিপশন কীওয়ার্ড রাখুন।
  5. H1 টেক্সটে কীওয়ার্ড রাখুন।
  6. কন্টেন্টের মধ্যে কীওয়ার্ড ব্যবহার করুন।
  7. ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করুন।
  8. র‍্যাঙ্কিং চেক করুন করুন।
  • SEO কত প্রকার: সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) তিন প্রকার। যথাঃ
  1. হোয়াইট হ্যাট এসইও (White Hat SEO): এটি আবার দুই প্রকার। যেমন- On Page Optimization (অন পেইজ অপ্টিমাইজেশন) এবং Off Page Optimization (অফ পেইজ অপ্টিমাইজেশন)। হোয়াইট হ্যাট এসইও করলে কী-ওয়ার্ড র‌্যাঙ্ক ধীর গতিতে হয়ে এবং দীর্ঘস্থায়ী হয়।
  2. ব্ল্যাক হ্যাট এসইও (Black Hat SEO): ব্ল্যাক হ্যাট এসইও এমন কৌশল যা সার্চ ইঞ্জিনের নিয়ম নীতি মেনে চলে না যা এমন একটি ওয়েবসাইটকে Ranking করতে ব্যবহৃত হয়। ব্ল্যাক হ্যাট এসইও প্রক্রিয়ায় ওয়েবসাইট দ্রুত র‌্যাঙ্ক হয়। কিন্তু দীর্ঘস্থায়ী হয় না।
  3. গ্রে হ্যাট এসইও (Grey Hat SEO): গ্রে হ্যাট এসইও কৌশলগুলির মধ্যে কিছু ক্ষেত্রে বৈধ এবং আবার কিছু অবৈধ।
  • কীভাবে একটি ওয়েবপেজকে কোন কিওয়ার্ডের জন্য প্রথম পৃষ্ঠায় আনবেন: একজন এসইও এক্সপার্ট -এর কাজ হল সার্চ ইঞ্জিনের এই সকল রাঙ্কিং ফ্যাক্টর জন্য একটি ওয়েবসাইটকে অপ্টিমাইজ করা। নিম্নে কিছু গুরুত্বপূর্ণ র‌্যাঙ্কিং ফ্যাক্টর উল্লেখ করা হলোঃ
  1. ইমেজ অপটিমাইজেশন,
  2. কীওয়ার্ড প্রমিনেন্স ও পোষ্টিং,
  3. ওয়েবসাইট ক্রলাবিলিটি ও স্ট্রাকচার, HTTTPS, User Experience
  4. ইউনিক ইনফরমেটিভ, মানসম্মত অপটিমাইজড কন্টেন্ট,
  5. সার্চ ইন্টেট (Search intent), কন্টেন্ট length,
  6. রিলিভেন্সি লিংক, Total referring domains
  7. পেইজ স্পিড,  
  8. টাইটেল ট্যাগ, ইউআরএল, ডোমেইন এইজ , কেনোনিক্যাল ট্যাগ
  9. মোবাইল ফ্রেন্ডলিনেস, 
  10. টপিকাল অথোরিটি,
  11. সোশ্যাল সিগন্যাল,
  12. E-A-T ইত্যাদি ।

কন্টেন্ট রাইটিং দক্ষতা

কন্টেন্ট রাইটিং ডিজিটাল মার্কেটিং এর একটি গুরুত্বপূর্ণ এলিমেন্টে পরিণত হয়েছে। ২০২৬ সালে এসে কনটেন্ট রাইটিং এর এই প্রতিযোগিতামূলক ফিল্ডে  দক্ষতা অর্জনের জন্য, কনটেন্ট রাইটারদের অবশ্যই একটি ডাইভার্সিফাইড স্কিল সেট তৈরি করতে হবে যা তাদের লেখাকে শুধু শব্দে সীমাবদ্ধ রাখবে না। পাশাপাশি মানুষকে কনভিন্স করতে, মোটিভেট করতে এবং সেলস ড্রাইভ করতে ইফেক্ট ফেলবে।

কন্টেন্ট-রাইটিং-দক্ষতা

কনটেন্ট রাইটারদের জন্য প্রয়োজনীয় কিছু স্কিল বা দক্ষতা নিম্নে উল্লেখ করা হলোঃ

  • দৃঢ় গবেষণা দক্ষতা থাকা
  • সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশন (SEO) জ্ঞান  থাকা
  • অ্যাডাপটিএবিলিটি অর্থাৎঅভিযোজন যোগত্যা অর্জন
  • শুদ্ধ ব্যাকরণ এবং এডিটিং দক্ষতা থাকা
  • কাজের সৃজনশীলতা দক্ষতা থাকা
  • অ্যানালাইটিক্যাল স্কিল বা দক্ষতা
  • প্রোপার টাইম ম্যানেজমেন্ট।

উপরোক্ত দক্ষতা গুলি একজন কনটেন্ট রাইটার  হাই কোয়ালিটি, আকর্ষক এবং কার্যকর কনটেন্ট তৈরি করার ক্যাপাবিলিটিকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করতে পারে।

আরো পড়ুনঃ You Tube থেকে Income - ৬টি গুরুত্বপূর্ণ পদ্ধতি সম্পর্কে আলোচনা

ওয়েব ডেভেলপমেন্ট দক্ষতা ২০২৬

বর্তমান যুগে (২০২৬) ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) ডিজিটাল বিশ্বের এক অপরিহার্য অংশ হয়ে দাঁড়িয়েছে। প্রতিটি প্রতিষ্ঠান, ব্যবসা এবং ব্যক্তি তাদের সেবা, পণ্য বা তথ্য অনলাইনে উপস্থাপন করতে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন ব্যবহার করছে।

ওয়েব-ডেভেলপমেন্ট-দক্ষতা-২০২৬

তাছাড়া, ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল এবং গতিশীল, কারণ ডিজিটালাইজেশন ও ইন্টারনেট ব্যবহারের প্রবনতা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। ওয়েব ডেভেলপমেন্টের ভবিষ্যতে ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট (Full-stack Development), কৃত্রিম বুদ্ধিমত্ত্বা (AI) ইন্টিগ্রেশন এবং Progressive Web Apps (PWA) এর মতো নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
ওয়েব ডেভেলপমেন্ট (Web Development) হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা হয়। এটিকে তিনটি ভাগে ভাগ করা হয়। যেমন-
  • ফ্রন্ট-এন্ড ডেভেলপমেন্ট (Front-end Development): এটি হচ্ছে ওয়েবসাইটের ব্যবহারকারীর সঙ্গে সরাসরি সম্পর্কিত উপাদানসমুহ, যেমন ওয়েবসাইটের লেআউট, ডিজাইন, রং, ইন্টারফেস, যা ইউজাররা সরাসরি দেখতে পায়।
  • ব্যাক-এন্ড ডেভেলপমেন্ট (Back-end Development): এটি ওয়েবসাইটের কার্যক্ষম অংশ, যেমন- ডাটাবেস, সার্ভার এবং অ্যাপ্লিকেশন লজিক পরিচালনা করা।
  • ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট (Full-stack Web Development): ফ্রন্ট-এন্ড এবং ব্যাক-এন্ড উভয় ক্ষেত্রকে একত্রে সমন্নয় করাকে বলা হয় ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট।
ওয়েব ডেভেলপমেন্ট একটি অত্যন্ত সম্ভাবনাময় ক্ষেত্র, যেখান থেকে আপনি সহজেই একটি শক্তিশালী ক্যারিয়ার তৈরি করতে পারেন। আর ২০২৬ সাল হতে আপনার জন্য সুবর্ণ সুযোগ।

ডাটা এনালাইসিস স্কিল

বর্তমান (২০২৬) সময় হলো ডেটার স্বর্ণযুগ। এই সময় যে প্রতিষ্ঠানের কাছে যত ডেটা আছে সে তত শক্তিশালী প্রতিষ্ঠান। আমরা গুগল, ফেসবুক যা দেখি সব ডেটার উপর আধিপত্য বিচার করে টিকে আছে। ইন্টারনেটে বর্তমানে যা কিছু চলে তার সব কিছুই ডেটার উপর ভিত্তি করে। ফেসবুক এবং গুগলের কাছে প্রায় প্রতিটি ইন্টারনেট ব্যবহারকারীর ডেটা আছে।

ডাটা-এনালাইসিস-স্কিল

আপনি যদি আপনার কম্পিটিটরকে পেছনে ফেলতে চান তাহলে পুরো মার্কেট রিসার্চ করে প্রয়োজনীয় ডেটা সংগ্রহ করতে হবে। সেই ডেটা থেকে আপনার কম্পিটিটর কীভাবে ভালো সেল করছে তা খুঁজে বের করতে হবে। পরবর্তীতে সেই ডেটার উপর ভিত্তি করে তৈরি করা নতুন পদ্ধতি আপনার বিজনেসে প্রয়োগ করতে হবে। এই সম্পূর্ণ কাজ করে দেবে অটোমেশন অথবা কোনো ডাটা এনালিস্ট। 

তাই ২০২৬ সালে এসে আপনি ডাটা এনালাইসিস স্কিল বা দক্ষতা অর্জন করে অনলাইনে প্যাসিভ ইনকামের উপায় তৈরি করতে পারে।

নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬

২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং স্কিল বা দক্ষতা হল-

AI ব্যবহার করে SEO কন্টেন্ট অপ্টিমাইজেশন: ২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং স্কিল বা দক্ষতা হল- কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)। এটি দ্রুতগতিতে এমন একটি অপরিহার্য সরঞ্জাম হয়ে উঠছে যা কনটেন্ট অপ্টিমাইজেশনের ক্ষেত্রে বিশেষ করে সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের (SEO) কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

ডিজিটাল মার্কেটিং যেমন এগিয়ে চলেছে, তেমনি AI- এর মার্কেটারদের জন্য তাঁদের কনটেন্ট তৈরি প্রক্রিয়াগুলো সূক্ষ্মভাবে পরিমার্জন করতে সক্ষম করছে, যাতে তাঁদের আউটপুট খুবই লক্ষ্য নির্দিষ্ট হয় এবং প্রত্যাশিত দর্শকদের সাথে সফলভাবে মিলিত হয়। এর ফলে সার্চ ইঞ্জিনে র‍্যাঙ্কিং ভালো হয়, যা অর্গানিক ট্রাফিক বৃদ্ধির জন্য এবং অনলাইন দৃশ্যমানতা বাড়ানোর জন্য অপরিহার্য।

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউশন রোল: ২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং- এর আরেকটি স্কিল বা দক্ষতা হল ডিজিটাল মার্কেটিং এক্সিকিউশন রোল। এটি  কৃত্রিম চ্যানেলগুলির মাধ্যমে মার্কেটিং কৌশলগুলিকে বাস্তবে রূপ দেওয়া, যার মধ্যে সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন চালানো, SEO ও PPC অপটিমাইজ করা, কনটেন্ট তৈরি ও বিতরণ করা, ই-মেইল মার্কেটিং পরিচালনা করা, ওয়েবসাইট আপডেট করা, এবং ডেটা বিশ্লেষণ করে পারফরম্যান্স উন্নত করা অন্তর্ভুক্ত।

ডিজিটাল মার্কেটিং এক্সিকিউশন রোল - এর মূল কাজ হচ্ছে, গুগল, মেটা ইত্যাদি কৃত্রিম প্ল্যাটফর্মে মার্কেটিং ক্যাম্পেইন তৈরি করে এটি চালু ও পরিচালনা করা।

শর্ট-ফর্ম ভিডিও এডিটিং: ২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং- এর আরও একটি স্কিল বা দক্ষতা হল শর্ট-ফর্ম ভিডিও এডিটিং। যা বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস- এর মাধ্যমে পরিচালিত হয়ে থাকে। বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপস যেমন-

  1. SendShort
  2. CapCut
  3. Adobe Premiere Rush
  4. InShot
  5. iMovie
  6. VEED
  7. Canva
  8. TiKToK

নো-কোড সফটওয়্যার তৈরি: ২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং- এর আরও একটি স্কিল বা দক্ষতা হল নো-কোড সফটওয়্যার তৈরি। যেখানে কোড না লিখে ভিজ্যুয়াল ইন্টারফেস ব্যবহার করে সফটওয়্যার তৈরি করা হয়। এই প্ল্যাটফর্মগুলো সফটওয়্যার তৈরির প্রক্রিয়াকে গণতান্ত্রিক করে তুলছে, যা কোডিং না জানা সাধারণ ব্যবহারকারীদেরকেও তাদের নিজস্ব অ্যাপ্লিকেশন তৈরি এবং চালু করার ক্ষমতা প্রদান করছে। এটি শুধু একটি নতুন প্রযুক্তিগত ট্রেন্ড নয়, বরং ডিজিটাল রূপান্তরের পথে একটি বৈপ্লবিক পদক্ষেপ।

বিশেষ করে, নো-কোড প্ল্যাটফর্মগুলো তৈরি করা হয়েছে মূলত নন-টেকনিক্যাল ব্যবহারকারীদের জন্য। মার্কেটিং ম্যানেজার, মানবসম্পদ কর্মকর্তা, প্রজেক্ট ম্যানেজার বা ক্ষুদ্র উদ্যোক্তা- যাদের কোনো প্রোগ্রামিং জ্ঞান নেই, তারাই হলেন এর মূল ব্যবহারকারী। এই প্ল্যাটফর্মগুলো একটি সম্পূর্ণ ভিজ্যুয়াল ইন্টারফেস প্রদান করে, যেখানে ব্যবহারকারীরা ড্র্যাগ-এন্ড-ড্রপ (Drag-and-Drop) পদ্ধতিতে বিভিন্ন পূর্ব-নির্মিত উপাদান যুক্ত করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন।

এই প্ল্যাটফর্মগুলো একটি সম্পূর্ণ ভিজ্যুয়াল ইন্টারফেস প্রদান করে, যেখানে ব্যবহারকারীরা ড্র্যাগ-এন্ড-ড্রপ (Drag-and-Drop) পদ্ধতিতে বিভিন্ন পূর্ব-নির্মিত উপাদান (component) যুক্ত করে একটি অ্যাপ্লিকেশন তৈরি করতে পারেন।

এন্ট্রি-লেভেল পেইড বিজ্ঞাপন: এন্ট্রি-লেভেল পেইড বিজ্ঞাপন এটিও হতে পারে ২০২৬ সালে নতুন এবং শিক্ষার্থীদের জন্য সেরা ফ্রিল্যান্সিং- এর আরও একটি স্কিল বা দক্ষতা। এখানে নিজের পছন্দমতো প্ল্যাটফর্ম ও কৌশল বেছে নেওয়ার সুযোগ থাকে। যা ডিজিটাল মার্কেটিং-এর চাহিদা বাড়ায়ে এবং এখানে দীর্ঘ মেয়াদী ক্যারিয়ার গড়ার সুযোগ রয়েছে। 

এন্ট্রি-লেভেল পেইড বিজ্ঞাপন যেমন- 

  • সোশ্যাল মিডিয়া বিজ্ঞাপন (Social Media Ads)
  • PPC (Pay-Per-Click) (যেমন Google Ads)
  • এসইও অ্যাসিসটেন্ট (SEO Assistant)

এগুলো মূলত: Google, Facebook, Instagram প্রভৃতি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ব্যবহার করা হয়ে থাকে।

আরো পড়ুনঃ অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট

পোস্টের শেষ-কথাঃ ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন

পরিশেষে, ‘ডিমান্ড থাকা চমৎকার কিছু ফ্রিল্যান্সিং স্কিল- ২০২৬, সম্পর্কে জানুন’ শিরোনামের এই আর্টিকেলটি আলোচনা করে আমরা বলতে পারি যে, ফ্রিল্যান্সিং শুধু বিকল্প উপার্জনের মাধ্যম নয়, বরং একটি পূর্ণাঙ্গ ক্যারিয়ার। আর বিশেষ করে, ফ্রিল্যান্সিং হচ্ছে প্রতিযোগিতার কাজ তাই টিকে থাকতে হলে অবশ্যই প্রতিনিয়ত আপডেট থাকতে হবে।

বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url