অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট

বিসমিল্লাহির রাহমানির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, মানব সভ্যতা ডিজিটাল যুগে প্রবেশের সাথে সাথে অর্থ উপার্জন করা আরও সহজ হয়ে উঠেছে। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তাদের আবেগ, দক্ষতা এবং একটি স্থিতিশীল ইন্টারনেট সংযোগের মাধ্যমে,তারা দূরবর্তী অবস্থান থেকে অনলাইনে অর্থ আয় করতে পারে।
অনলাইনে-শিক্ষার্থীদের-জন্য-দৈনিক-আয়ের-৮টি বিশ্বস্ত-ওয়েবসাইট
বর্তমান সময়ে প্রযুক্তির এই বিশ্বায়নে অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের কিছু বিশ্বস্ত ওয়েবসাইট নিয়ে আজকের পোস্টে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব- ইন্শা-আল্লাহ্।

পেজ সূচিপত্রঃ অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট 

অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট

আপনি যদি বিনিয়োগ ছাড়াই অনলাইনে দৈনিক আয় করা শিখতে চান, তাহলে এই পোস্টটি আপনার জন্য কাজে দিবে। প্রচুর অনলাইন চাকরি এবং ফ্রিল্যান্সিং সুযোগ যা আপনাকে পড়াশোনার পাশাপাশি বাড়ি থেকে কাজ করার নিজস্ব সময়সূচী নির্ধারণ এবং দক্ষতা তৈরি করার সুযোগ দেয় যা আপনার ভবিষ্যৎ জীবনে কাজে আসবে।

যেমন, Upwork বা Fiverr- এর মতো প্ল্যাটফর্মে Freelancing আপনাকে একটি ইচ্ছেমত সময় এবং পোর্টফোলিও তৈরির সুবিধা, ভাল বেতনও ( $15-40/ঘন্টা) দিতে পারে।

টিউটরিং, ক্যাম্পাস ট্যুর এবং টেক সাপোর্ট (ওয়েব ডেভেলপমেন্ট, আইটি) এর মতো উচ্চ-বেতনের কাজে অর্থের চেয়ে শিক্ষার্থীর বিদ্যমান জ্ঞান এবং সময়ের উপর নির্ভর করে।

এই পোস্টে আমরা অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো।

ফাইভার (Fiverr) থেকে আয়

শিক্ষার্থীরা অনলাইন আয়ের সঠিক গাইডলাইন অনুসরণ করলেই আপনি অনলাইন থেকে টাকা উপার্জন করতে পারবেন। অনলাইনে হাজার হাজার নকল ও ভুয়া সাইট রয়েছে, যেখানে আপনি কাজ করে এক টাকাও আয় করতে পারবেন না।

তাই বিশ্বস্ত সাইটগুলোর মধ্যে ফাইভার (Fiverr) হচ্ছে একটি অন্যতম অনলাইন আয়ের সাইট বা প্লাটফর্ম। এটি  একটি আর্ন্তাজাতিক ফ্রিল্যান্সিং প্লাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের অনলাইন ভিত্তিক কাজ করে খুব সহজে টাকা আয় করতে পারবেন।

আপনি যদি ঘরে বসে অনলাইনে ফ্রিল্যান্সিং করে টাকা আয় করতে চান তাহলে দেরি না করে ফাইবার সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন করে অর্থাৎ স্কিল বা দক্ষতা অর্জন করে কাজ শুরু করে দিন।

ফাইভার (Fiverr)- এ আপনি নিম্নোক্ত ধরনের কাজ করে অনলাইন থেকে আয় করতে পারেন:
  • Logo Design (লোগো ডিজাইন) ও ব্যানার ডিজাইন।
  • Website design (ওয়েবসাইট ডিজাইন) ও Development (ডেভেলপমেন্ট)।
  • Video Editing (ভিডিও এডিটিং) বা এনিমেশন তৈরি।
  • কনটেন্ট রাইটিং, ব্লগ পোস্ট লেখা।
  • ডিজিটাল মার্কেটিং ও SEO।
  • অনুবাদ, ভয়েস ওভার ইত্যাদি।

আপওয়ার্ক (Upwork)  থেকে আয়

অনলাইন থেকে শিক্ষার্থীদের জন্য ঘরে বসে আয় করার আরো একটি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে আপওয়ার্ক (Upwork)। এবং  বিশ্বের অন্যতম বৃহৎ এবং নির্ভরযোগ্য ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেখানে আপনি বিনা ইনভেস্টে আপনার দক্ষতা দিয়ে দীর্ঘমেয়াদী ও উচ্চমূল্যের কাজ পেতে পারেন।

আপওয়ার্ক (Upwork) এ সফল হতে আপনার চরম ধৈর্য, দক্ষতা এবং যোগাযোগের কৌশল খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি দক্ষ হন এবং প্রোফেশনালি কাজ করতে পারেন, তাহলে আপওয়ার্ক (Upwork) থেকেই ঘরে বসে মাসে কয়েকশত ডলার থেকে- কয়েক হাজার ডলার পর্যন্ত আয় করা আপনার পক্ষে সম্ভব।

তবে এতে কোন অর্থ ব্যয় করতে হবে না।

ফ্রিল্যান্সার ডটকম (Freelancer.com)  থেকে আয়

আপনি যদি শিক্ষার্থী হন বা একদম নতুন হন এবং সহজ কাজ খুঁজে থাকেন, তাহলে ফ্রিল্যান্সার ডটকম (Freelancer.com) হতে পারে আপনার জন্য উপযুক্ত ইনকাম সাইট।

এটি একটি বিশ্বস্ত এবং সময়োপযোগী ওয়েবসাইট বা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে অনেক বাংলাদেশি ইউজার প্রতিদিন রিয়েল মানি ইনকাম করছেন, সম্পূর্ণফ্রিতে। এখানে মূলত আপনি ছোট ছোট কাজ করে, গেম খেলে, অ্যাপ ডাউনলোড করে আপনি অনলাইন থেকে অর্থ আয় করতে পারেন।

এই ওয়েবসাইটে ফ্রিতে একাউন্ট খুলতে পারবেন গুগল অথবা ইমেইল একাউন্টের মাধ্যমে। আপনি প্রতিদিন নিয়মিত কাজ করেন এখান থেকে এক ডলার থেকে শুরু করে দশ, বিশ এমন কি ৫০ ডলার পর্যন্ত  ইনকাম করতে পারবেন।
  • ওয়েবসাইটে রেজিস্ট্রেশন।
  • রেফার করা (প্রতি রেফারালে ইনকাম)।
  • ইউটিউব, ইনস্টাগ্রাম ফলো ইত্যাদি ছোট কাজ।
এই সমস্ত ছোট কাজ করেও আপনি ভালো ইনকাম করতে পারবেন।

ইউটিউব (YouTube) চ্যানেলে ভিডিও তৈরি করে আয়

শিক্ষার্থী হিসেবে অনলাইন থেকে আয় করার আরো একটি সহজ ও গুরুত্বপূর্ণ ওয়েবসাইট হচ্ছে ইউটিউব চ্যানেল। YouTube একটি সৃজনশীল কাজের জায়গা, যেখানে ধৈর্য এবং নিয়মিততা থাকলে আপনি ১০০% সফল হতে পারবেন, একদম শূন্য ইনভেস্টমেন্টে।

ইউটিউব থেকে ইনকাম করার কিছু বিশেষত্ব আছে যেমন-

এখানে কোনো ইনভেস্টমেন্ট বা অর্থ লাগে না। আপনি নিজের পছন্দমতো কাজ করতে পারেন, কোনো বস বা অফিস টাইম নেই। আপনি একবার ভিডিও বানালে সেটি বছর বছর ইনকাম এনে দিতে পারে যেটা হতে পারে আপনার জন্য একটি প্যাসিভ ইনকামের উপায়। শুধু মোবাইল দিয়েও শুরু করা যায়। সময়ের সাথে সাথে সাবস্ক্রাইবার ও ভিউ বাড়লে ইনকামও অনেক বেড়ে যায়।

এছাড়া আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার এবং ৪০০০ ঘন্টা ওয়াচটাইম হলে আপনি YouTube Partner Program এর জন্য আবেদন করতে পারবেন। আবার অ্যাডসেন্স একাউন্ট যুক্ত করে ভিডিওতে বিজ্ঞাপন চালু করে ইনকাম করতে পারবেন।

ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace) থেকে ইনকাম

বাংলাদেশে লোকাল মার্কেটপ্লেস হিসেবে facebook খুবই কার্যকরী অনলাইন ইনকামের প্ল্যাটফর্ম। বিশেষ করে শিক্ষার্থীরা এখানে অল্প সময় ব্যয় করে প্রচুর অর্থ হয় করতে পারেন। এ প্লাটফর্মেও কোন অর্থ বিনিয়োগ করতে হয় না।

ফেসবুক মার্কেটপ্লেসে বিভিন্ন পণ্য বা জিনিস বিক্রি করে আপনি আয় শুরু করতে পারেন। অর্থাৎ হাতের মুঠোফোন ব্যবহার করেও বিভিন্ন পণ্য যেমন মোবাইল,কাপড়চোপড়, আসবাবপত্র, বই, খেলনা ইত্যাদির ছবি তুলে ফেসবুকে বিক্রির জন্য পোস্ট করে ইনকাম করতে পারেন।

এগুলোর বাজারের যৌক্তিক দাম ঠিক করে দিতে হবে। ক্রেতাদের সাথে ফেসবুক মেসেঞ্জার বা ফোনে যোগাযোগ রাখতে হবে। বিক্রি সম্পন্ন হলে পণ্যটি হাতে তুলে দিন বা দরকার হলে বাড়িতে পৌঁছে দিতে হবে।

টু ক্যাপচা ডট কম2captcha.com থেকে আয়

টু ক্যাপচা ডট কম (2captcha.com) এর মত প্লাটফর্ম থেকেও আয় করা সম্ভব।

এই সাইটের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা হলো নিম্নে-
  • এই সাইটে গ্রহণ যোগ্যতা সারা বিশ্বে
  • প্রথমে কাজ শুরু করার জন্য কোনো বিনিয়োগ লাগবে না।
  • কাজ অত্যন্ত সহজ এবং দ্রুত শেখা যায়।
  • এখানে যত বেশি কাজ করবেন, তত বেশি ইনকাম করতে পাবেন।
  • সহজ কাজ: ক্যাপচা সমাধান করা।
  • সারা বিশ্ব থেকে মানুষ এই সাইট ব্যবহার করে টাকা ইনকাম করে আসছেন।
তবে মনে রাখতে হবে এই সাইটে ধৈর্য সহকারে নিয়মিত পরিশ্রম করতে হবে এবং কাজের গুণগত মান বজায় রাখতে হবে।

পিপুল পার আওয়ার ডটকম (PeoplePerHour.com) থেকে আয়

পিপুল পার আওয়ার ডটকম (PeoplePerHour.com) এটি মূলত ইউএসএ ভিত্তিক অনলাইন প্লাটফর্ম যেখানে আপনি বিভিন্ন ধরনের প্রজেক্ট পোস্ট করতে পারবেন এবং ফ্রিল্যান্সারদের খুঁজে নিতে পারবেন অথবা নিজেই ফ্রিল্যান্সার হিসেবে কাজ করে ইনকাম করতে পারবেন।

এইপ্ল্যাটফর্ম থেকে আয় করার জন্য কিছু কাজ করতে হবে আপনাকে যেমন-

প্রথমতঃ এখানে আপনার দক্ষতা অভিজ্ঞতা উল্লেখ করে একটা প্রোগ্রাম তৈরি করে নিবেন।
দ্বিতীয়তঃ এই প্লাটফর্মে পোস্ট করার জন্য প্রজেক্ট করলো আপনার দক্ষতার সাথে মিল রাখুন।
তৃতীয়তঃ আপনার ক্লায়েন্টদের চাহিদা পূরণ হতে পারে এমন প্রজেক্ট নির্বাচন করুন।

ব্লগার ডটকম (Blooger.com) থেকে আয়

ব্লগার ডটকম (Blooger.com) এই ওয়েবসাইট থেকেও সব শিক্ষার্থীরা ঘরে বসে অনায়াসে অর্থই করতে পারেন। আপনার যদি কোন ব্লক ওয়েবসাইট থাকে বা এরকম কিছু করার কথা ভেবে থাকেন তাহলে আপনি পয়সা না থেকে ব্লগিং শুরু করতে পারেন।

আপনার ব্লগ ওয়েবসাইট থেকে টাকা আয় শুরু করার জন্য, ব্লগকে বিভিন্ন উপায়ে মনিটাইজ করা যেতে পারে। আপনার ব্লগ থেকে টাকা উপার্জনের জন্য অনলাইন উপার্জন সংক্রান্ত বিভিন্ন মডেল এবং সেরা পদ্ধতিগুলি বেছে নিন। যেমন-
  •  বিজ্ঞাপন:
বিজ্ঞাপনের মাধ্যমে মনিটাইজেশন: টাকা উপার্জনের জন্য আপনার ব্লগে বিজ্ঞাপন দিন।
  •  অ্যাফিলিয়েট মার্কেটিং:
অ্যাফিলিয়েট মার্কেটিং: প্রোডাক্টের সুপারিশ করে টাকা উপার্জন করুন।
  •  সরাসরি বা ডিজিটাল প্ল্যাটফর্মে প্রোডাক্টের অফার:
আপনার ব্লগ থেকে টাকা উপার্জন করতে জিনিস বিক্রি করুন।
  •  সাবস্ক্রিপশন:
আয়ের নতুন স্ট্রিম যোগ করার জন্য সাধারণ ফি চার্জ করুন।
  •  কোচিং:
ট্রেনিংয়ের মাধ্যমে ব্লগকে মনিটাইজ করুন ইত্যাদি।

প্রশ্ন ও উত্তরঃ অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট

প্রশ্ন: 
আমি কি মোবাইলে ইনকাম করতে পারবো?

উত্তর:
পারবেন, কিছু সাইট যেমন Swagbucks, YouTube, ySense এবং 2Captcha মোবাইল ফ্রেন্ডলি। এছাড়া Fiverr বা Upwork-এর মতো সাইটে ভালোভাবে কাজ করতে কম্পিউটার ব্যবহারই শ্রেয়।

প্রশ্ন:
এই সাইটগুলো কি বাংলাদেশ থেকে ব্যবহার করা যায়?

উত্তর:
উল্লেখিত সকল ইনকাম ওয়েবসাইট বাংলাদেশ থেকে ব্যবহারযোগ্য। শুধু একটি বৈধ ইমেইল, ফোন নম্বর ও পরিচয়পত্র থাকলেই আপনি কাজ শুরু করতে পারবেন।

প্রশ্ন:
পেমেন্ট পাওয়ার মাধ্যম কি?

উত্তর:
সাইটভেদে পেমেন্ট মেথড আলাদা হয়। বাংলাদেশের জন্য Payoneer সবচেয়ে সুবিধাজনক।
তবে বেশিরভাগ সাইট PayPal, Payoneer, Skrill, অথবা ব্যাংক ট্রান্সফার-এর মাধ্যমে পেমেন্ট করে। 

পোস্টের শেষ-কথাঃ অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক আয়ের ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট

পরিশেষে এই পোস্ট অর্থাৎ ‘অনলাইনে শিক্ষার্থীদের জন্য দৈনিক ৮টি বিশ্বস্ত ওয়েবসাইট’ আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে- যে কোন কাজ শুধু ইচ্ছা শক্তি থাকলেই হবে না বরং সময় নিয়ে ধৈর্য্য ধরে কাজ করতে হবে। বলা হয় পরিশ্রম সৌভাগ্যের চাবিকাঠি। মানে অনলাইনে যেমন অর্থ করা যায় তেমনি শ্রমও দিতে হয়।

আমরা যারা ছাত্র-ছাত্রীরা বা শিক্ষার্থী আছি তারা সময় নষ্ট না করে আজই যে কোন একটি আপনার পছন্দ অনুযায়ী ওয়েবসাইট বেছে নিন এবং কাজ শুরু করে দিন। পরিশ্রম করলে সফলতা আসবেই ইনশাল্লাহ।

বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url