শিশুর জ্বর ১০৪ হলে করণীয় ও উপায়

আসসালামু আলাইকুম,

প্রিয় পাঠক-আজকের বিষয় শিশুর জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট। সাধারণত প্রতিটি বাবা-মা তাদের শিশুর শারীরিক অসুস্থতায় সব সময় উদ্বিন্ন থাকন। আর জ্বর হচ্ছে, তার মধ্যে খুবই সাধারণ অসুখ যা এক সময় মারাত্নক আকার ধারণ করতে পারে। তাছাড়া ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি  সেলসিয়াস হচ্ছে একটি উচ্চ মাত্রার জ্বর।

শিশুর-জ্বর -০৪-হলে-করণীয়-ও-উপায়

তাই, আজ আমরা এই পোস্টের মাধ্যমে জানবো শিশুর জ্বর ১০৪ হলে কি কি করতে হবে, কীভাবে জ্বর প্রতিরোধ করা যায় এবং কখনইবা চিকিৎসকের শরণাপন্ন হতে হবে তা নিয়ে আলোচনা করবো, ইনশাল্লাহ।

পোস্ট সূচিপত্রঃ শিশুর জ্বর ১০৪ হলে করণীয় ও উপায়


শিশুর জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইট হলে করণীয়

জ্বর হচ্ছে উচ্চ তাপমাত্রার একটি উপসর্গ যা রোগ হিসেবে নির্দেশ করে। শিশুর শরীরের  তাপমাত্রা যদি ১০৪ ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ ৪০ ডিগ্রি সেলসিয়াস) বা তার বেশি হয়, তখন এটি মারাত্নক রোগ হিসেবে গণ্য হয় এবং এই পরিস্থতিতে যত দ্রুত সম্ভব  ব্যবস্থা নেওয়া জরুরি।

উচ্চ জ্বর শিশুদের জন্য খুবই ভয়াবহ আকার ধারণ করতে পারে  যেমন- পানিশূন্যতা, খিচুনি অথবা অন্যান্য কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়। আপনার শিশুর জ্বর ১০৪ ডিগ্রি হলে দ্রুত চিকিৎসকের শরাণাপণ্য হবেন।

আরো পড়ুনঃ চোখের এলার্জি দূর করার দোয়া ও প্রতিরোধের ১২টি টিপস

কি কি কারণে শিশুদের জ্বর হয়ে থাকে

আমাদের শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ বা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে মস্তিকের একটি অংশ যার নাম হচ্ছে-হাইপোথ্যালামাস (Hypothalamus)। স্বাভাবিকভাবে আমাদের শরীরের তাপমাত্রা  98.6 ডিগ্রি ফারেনহাইট বা 37 ডিগ্রি সেলসিয়াস হয়ে থাকে। আবার এই তাপমাত্রা বিভিন্ন কারণে যেমন- সংক্রমণ, নানাবিধ অসুখের চিকিৎসার কারণেও  বৃদ্ধি পেতে পারে। হাইপোথ্যালামাস (Hypothalamus) শরীরকে উচ্চ তাপমাত্রায় সেটিং করে- শরীর যদি বিভিন্ন কারণে সংক্রমিত হয়। নিম্নে বিভিন্ন কারণ উল্লেখ করা হলো:

  • শিশুর কান, গলা, ত্বক সংক্রমণ হওয়া
  • সর্দি বা গ্যাস্ট্রোএন্টেরাইটিস লাগা
  • মূত্রাশয় বা কিডনির সংক্রমণ হওয়া
  • বিভিন্ন প্রকার ভ্যাকসিন প্রয়োগ
  • ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া করা
  • শরীরে বিভিন্ন প্রকার ব্যাথার কারণ
  • শরীরে রক্ত জমাট বাধা
  • বিভিন্ন হরমোনের জটিলতা থাকলে
  • প্রদাহজনিত অন্ত্রের রোগ থাকলে

শিশুর জ্বর ১০৪ ডিগ্রি হলে নিরাময়ে চিকিৎসা

শিশুর জ্বর ১০৪ ডিগ্রী (ফারেনহাইট) হলে তা নিরাময়ের জন্য প্রাথমিক অবস্থায় এর কারণ নিশ্চিত করে চিকিৎসক চিকিৎসা দিয়ে থাকেন। চিকিৎসার মধ্যে রয়েছে, এসিটামিনোফেন ভেরিয়েন্ট যেমন ডিসপ্রিন, ডোলা ৫০০ মিলিগ্রাম, এসপিরিনের মতো ঔষধ।

এছাড়া প্যারাসিটামল বা আইবুপ্রোফেন এবং পাশাপাশি চিজিৎসক শিশুর জ্বর অনুযায়ী একটা ঔষধের ডোজ বা মাত্রা দিয়ে থাকেন।

শিশুর জ্বর ১০৪ ডিগ্রি হলে তৎক্ষণাৎ ঘরোয়া উপায়

শিশুর জ্বর ১০৪ ডিগ্রি হলে ঘরোয়া কি কি উপায়ে তৎক্ষণাৎ জ্বর কমাতে পারবেন তা বিস্তারিত আলোচনা করা হলোঃ

  • শিশুর জ্বর (১০৪ ডিগ্রি) কমাতে শিশুকে কুসুম গরম পানিতে শরীর মুছে দেন অথবা  গোসল করাতে পারেন। তবে মাথায় রাখা ভালো ঠান্ডা পানিতে গোসল করালে তাপমাত্রা আরও বেড়ে যেতে পারে। গরম কাপড় বা কম্বল ব্যবহার করা যাবে না কারণ, তাতে জ্বর বা শরীরের তাপমাত্রা আরো বাড়তে পারে। পাশাপাশি হালকা কাপড় পরাতে পারেন।
  • জ্বরের মাত্রা ১০৪ ডিগ্রি বা যে মাত্রারই হোক শিশুকে তরল খাবার যেমন- মায়ের বুকের দুধ খাওয়ান এবং পর্যাপ্ত পানি পান করান, ডাবের পানি, ওরস্যালাইন খাওয়াবেন কারণ শিশুর জ্বর হলে শরীর থেকে দ্রুত পানি কমতে থাকে। এতে ডিহাইড্রেশন বা পানি শূণ্যতা দেখা দিতে পারে।
  • জ্বর হলে শিশুর পূর্ণ বিশ্রামের বিষয়টি মাথায় রাখুন যদি তা হয়ে যায় ১০৪ (ডিগ্রি)র মতো মারাত্নক জ্বর। সঠিক বিশ্রাম শিশুর সুস্থতায় সহায়ক। তাছাড়া একেক শিশুর শারীরিক অবস্থা একেক রকম। কিছু শিশু আছে যারা খু্বই তাড়াতাড়ি দূর্বল হয়ে পড়ে আবার অনেকে তুলনামূলকভাবে বেশ শক্ত।
  • শিশুর অসুস্থতায় গরমের মধ্যে ঘরের ফ্যান চালু রাখবেন বা হালকা করে ফ্যান ছেড়ে রাখুন। তাতে শিশুর শরীরে কিছুটা আরাম বোধ করবে।

ঘরোয়া ভাবে শিশুর জ্বর প্রতিরোধ ব্যবস্থা

ঘরের ভিতর আপনার শিশুকে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে রাখুন যাতে করে জ্বর বা অন্যান্য অসুখ বিসুখে আক্রমণ করতে না পারে।

শিশুর-জ্বর-১০৪-হলে-করণীয়-ও-উপায়

  • ভাইরাস অথবা ব্যাকটেরিয়াজনিত সংক্রমণ এড়াতে আপনার শিশুকে নিয়মিত হাত ধোয়া, হাত-পায়ের নখ কাটার  অভ্যাস গড়ে তুলুন।
  • আপনার শিশুকে পর্যাপ্ত টিকা যেমন: নিউমোকক্কাল ভ্যাকসিন, মিজেলস, ইনফ্লুয়েঞ্জা দেওয়া নিশ্চিত করুন।
  • শিশুকে যথাসম্ভব পুষ্টিকর খাবার ও পর্যাপ্তপরিমানে বিশুদ্ধ পানি পান করান
  • আপনার শিশুকে বিভিন্ন রোগে সংক্রমিত হয়েছে এমন ব্যক্তির সংস্পর্শ থেকে দূরে রাখার চেষ্টা করুন।

আপনি কখন ডাক্তারের পরামর্শ নেবেন

সাধারণত ভাইরাস জ্বর চার থেকে পাঁচ দিন থাকে। ভাইরাস জ্বরে সাধারণত কিছু বিষয় থাকে, যেমন-শিশুর জ্বর বেশি থাকা, মুখ ও ঠোঁট শুকিয়ে যাওয়া, নাক দিয়ে পানি পড়া, চোখ জ্বালাপোড়া করা, মাথাব্যথা ইত্যাদি।

আপনার শিশুর জ্বর ১০৪ ডিগ্রি হলে- নিচের লক্ষণগুলোর যেকোনোটি দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরাণাপণ্য হবেন:
  • আপনার শিশুর বয়স ৩ মাসের কম হলে 
  • শিশুর জ্বর ৩/৪ দিনের বেশি স্থায়ী হলে
  • শিশুর যদি খিঁচুনি হয়, ঝিমুনি বা অজ্ঞান হওয়ার প্রবণতা দেখা দিলে
  • ত্বকে লালচে দাগ বা র‍্যাশ দেখা দিলে
  • শিশুর শ্বাসকষ্ট খুব বেশি হলে
  • বেশি কাশি হলে
  • আপনার শিশুর মল-মূত্র কমে গেলে বা পানিশূন্যতার লক্ষণ দেখা দিলে।

আপনাদের মনের প্রশ্ন এবং উত্তর

১. প্রশ্ন:
শিশুর শরীরে তাপমাত্রা কত ডিগ্রি পযর্ন্ত স্বাভাবিক মনে করা হয়?

উত্তর:
৯৯-৬ ডিগ্রি ফারেনহাইট বা ৩৭.৫ ডিগ্রি সেলসিয়াস।

২. প্রশ্ন:
শিশুর শরীরে জ্বর কত হলে বিপদজনক হতে পারে?

উত্তর:
তিন মাসের কম বয়সের শিশুর ক্ষে্ত্রে তাপমাত্রা ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট বা ৩৮ ডিগ্রি সেলসিয়াস এর বেশি হলে বিপদজনক মনে করা হয়। আর বড় শিশুদের ক্ষেত্রে ১০৪ ডিগ্রি ফারেনহাইট বা ৪০ ডিগ্রি সেলসিয়াস।

৩. প্রশ্ন:
সাপোজিটরি কত ডিগ্রি জ্বরে দিতে হয়?

উত্তর:
শিশুর জ্বর যদি ১০২.২ ডিগ্রি ফারেনহাইটের বেশি হলে সাপোজিটরি দিতে হয়।

৪. প্রশ্ন:
সাপোজিটরি কত সময় পর পর দিতে হয়?

উত্তর:
প্রতি ৪-৬ ঘণ্টা পর পর ব্যবহার করা যায় তবে শিশুর ওজনের ওপর নির্ভর করে।

পোস্ট শেষকথাঃ শিশুর জ্বর ১০৪ হলে করণীয়

পরিশেষে আমরা আপনকে এই পরামর্শ দিতে পারি- যদি শিশুর জ্বর ১০৪°F হয় তবে  দুশ্চিন্তা না করে তড়াতাড়ি সঠিক ব্যবস্থা নেওয়া অত্যন্ত কার্যকরী পদক্ষেপ। শিশুর শরীর ঠান্ডা রাখুন, পর্যাপ্ত তরল খাবার খাওয়ান এবং পান করান। যদি জ্বর নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়  বা জ্বর দীর্ঘস্থায়ী হয় বা গুরুতর লক্ষণ দেখা দেয়, তাহলে দ্রুততার সহিত চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ১০৪ ডিগ্রি জ্বর শিশুদের জন্য মারাত্নক বা ভয়াবহ আকার ধারণ করতে পারে।

বি: দ্র: এই পোস্টটি শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে লিখা অথবা পেশাদার চিকিৎসা পরামর্শের জন্য নয়। আপনার ব্যক্তিগত প্রয়োজন অনুসারে রোগ নির্ণয় এবং চিকিৎসার জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের  সাথে পরামর্শ করুন। 





এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url