ফেসবুক থেকে ইনকাম কিন্তু কিভাবে- বিস্তারিত আলোচনা

বিসমিল্লাহীর রাহনামির রাহিম,
প্রিয় পাঠক- আসসালামু আলাইকুম, ফেসবুক (facebook) শব্দটি চেনে না এমন লোক বাংলাদেশ তথা সারা বিশ্বে খুঁকে পাওয়া মুশকিল। আর প্রযুক্তির এই অত্যাধুনিক বিশ্বে মানুষ বিভিন্ন পন্থায় অনলাইন প্লাটফর্ম থেকে টকা ইনকাম করে আসছে। তেমনি ফেসবুকও টাকা ইনকামের একটি অন্যতম এবং সহজতর অনলাইন/সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম।
ফেসবুক-থেকে-ইনকাম-কিন্তু-কিভাবে-বিস্তারিত-আলোচনা
এখানে টকা ইনকামের বিভিন্ন উপায় রয়েছে। ছোট থেকে বড় সকলেই  তাদের আর্থিক ভবিষ্যৎ উন্নত করতে ফেসবুকের শক্তিকে কাজে লাগাচ্ছে। আজকের এই পোস্টের আলোচ্য বিষয়- ‘ফেসবুক থেকে ইনকাম কিন্তু কিভাবে- বিস্তারিত আলোচনা’।

পেজ সূচিপত্রঃ ফেসবুক  থেকে ইনকাম কিন্তু কিভাবে- বিস্তারিত আলোচনা

ফেসবুক (Facebook) থেকে ইনকাম কিন্তু কিভাবে- বিস্তারিত আলোচনা

আজকাল ফেসবুক (Facebook) থেকে টাকা ইনকাম করা বেশ কঠিন। আমরা দেখতে পাই যে, বর্তমান সময়ে একটি পেজের কোনো অর্গানিক পোস্টের গড় রিচ সাধারণত মোট ফলোয়ারের প্রায় ৫ শতাংশ। আর ২০১৮ সালেও যেটি ছিল ৭ শতাংশ।

তবে ফেসবুক এখনও বিশাল দর্শক আকর্ষণ করছে। তিন বিলিয়নেরও বেশি active অর্থাৎ সক্রিয় ফেসবুক ব্যবহারকারী রয়েছে - Statista(১) অনুসারে, এটি ইনস্টাগ্রামের ২ বিলিয়ন বা টিকটকের ১.৬ বিলিয়ন ব্যবহারকারীর চেয়েও উল্লেখযোগ্যভাবে বেশি হয়ে থাকে।

একটি বিশাল দর্শক, ফেসবুক- কন্টেন্ট ক্রিয়েটর এবং ব্যবসার মালিক উভয়ের জন্যই রাজস্ব আয়ের বিভিন্ন সুযোগ তৈরি করে থাকে। আপনি কনটেন্ট নির্মাতা হলে একাধিক উপায়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন।

যেমন-
  • কোনো ব্র্যান্ডের সঙ্গে সহযোগিতা করা এবং তাদের জিনিসের প্রচার আপনার কনটেন্টের মাধ্যমে করলে আপনি ভালো টাকা আয় করতে পারবেন।
  • ফেসবুকের লাইভ-স্ট্রিমিং বা ভিডিওর সময় দেখানো বিজ্ঞাপনগুলো থেকেও টাকা আয় করা সম্ভব। কিন্তু এর জন্য ফেসবুকের কিছু Criteria রয়েছে যেগুলো পূরণ করতে হয়।

ফেসবুক থেকে ইনকাম করার বিভিন্ন পথসমূহ ২০২৫

বর্তমানে ফেসবুক হচ্ছে বিশ্বের অন্যতম সোশ্যাল মিডিয়াগুলোর মধ্যে একটি প্রধান সোশ্যাল মিডিয়া।
ফেসবুক-থেকে-ইনকাম-করার-বিভিন্ন-পথসমূহ
এখান থেকে মানুষ প্রতিদিন বিভিন্ন উপায়ে টাকা ইনকাম করছে। নিম্নে ফেসবুক থেকে টাকা ইনকাম করার কিছু উপায় বা পথ উল্লেখ করা হলো,
  • ফেসবুক মার্কেটপ্লেস (Facebook Marketplace): ফেসবুক মার্কেটপ্লেস একটি চমৎকার প্ল্যাটফর্ম লোকাল প্রোডাক্ট  বিক্রি করার জন্য। আপনার প্রয়োজন নেই এমন জিনিস ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন। আপনি আসবাবপত্র, গয়না এবং ইলেকট্রনিক্সসহ যে কোনো জিনিস এখানে বিক্রি করতে পারবেন। আবার, আপনার আশেপাশে থাকা বিভিন্ন নামকরা খাবার, হস্তনির্মিত কারুশিল্প আপনি সেগুলিকে মার্কেটপ্লেসে বিক্রয়ের জন্য তৈরি করতে পারেন।
  • এফিলিয়েট মার্কেটিং (Affiliate  Marketing): অ্যাফিলিয়েট মার্কেটিং হল এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একজন অ্যাফিলিয়েট অন্য ব্যক্তির বা কোম্পানির পণ্য বিপণনের জন্য কমিশন পেয়ে থাকে। অ্যাফিলিয়েট কেবল তাদের পছন্দের পণ্য অনুসন্ধান করে, তারপর সেই পণ্যটি প্রচার করে এবং তাদের প্রতিটি বিক্রয় থেকে লাভের একটি অংশ অর্জন করে। এক ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্কের মাধ্যমে বিক্রয় ট্র্যাক করা হয়।
  • কন্টেন্ট ক্রিয়েটশন (Content Creation ): ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটশন করেও আপনি ইনকাম করতে পারেন। প্রতি মাসে, বিশ্বজুড়ে ৩ বিলিয়নেরও বেশি মানুষ ফেসবুক খুলে তাদের প্রিয় মানুষ এবং বিষয়গুলির সাথে সংযোগ স্থাপন করে। আর এটা শুধু ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন করার মাধ্যমে সম্ভব হচ্ছে।
  • ইভেন্ট প্রচার (Event Promotion): ফেইসবুকে ইভেন্ট  প্রচার বা প্রমোশন  আপনার আসন্ন ইভেন্টের জন্য একটি বড় এবং লক্ষ্যযুক্ত অডিয়েন্স এর কাছে পৌঁছানোর জন্য একটি শক্তিশালী  মাধ্যম এবং সাশ্রয়ী কৌশল হতে পারে।
  • ইনফ্লুয়েন্সার মার্কেটিং (Influencer Marketing ): ফেসবুক ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর মাধ্যমেও আপনি টাকা ইনকাম করতে পারেন। আর এজন্য বিভিন্ন ব্র্যান্ডগুলি যখন প্রভাবশালী বিপণনের জন্য টিকটক এবং ইনস্টাগ্রামের দিকে ছুটে চলেছে, তখন ভুলে যাবেন না: ফেসবুকের কোটি কোটি ব্যবহারকারী কোথাও যাচ্ছেন না। আসলে, এই পরিবর্তন মেটা-মালিকানাধীন প্ল্যাটফর্মে নতুন সুযোগ তৈরি করছে। যেটা ফেসবুক থেকে টাকা েইনকাম করার একটি অন্যতম উপায়।
  • অনলাইন কোচিং (Online Coaching): ফেইসবুক এর মতো  সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এ অনলাইন কোচিং বা পরামর্শের মাধ্যমে আপনার জ্ঞান এবং দক্ষতা শেয়ার করে আপনিও টাকা ইনকাম করতে পারেন।

ফেসবুক থেকে ইনকাম করা কি হালাল?

আমরা এই দুনিয়াতে বিভিন্নভাবে অর্থ ইনকাম করে থাকি। এর মধ্যে দুটি পন্থা হচ্ছে হালাল অথবা হারাম। অনলাইন ফেসবুক সোশ্যাল মিডিয়া থেকে তেমনি হালাল ও হারামের বিষয়ও চলে আসে।ইনকাম যে উপায়েই হোক না কেন, হালাল হওয়ার জন্য মৌলিকভাবে দুটি মূলনীতি খেয়াল রাখতে হয়।
  1. বৈধ বা হালাল পন্থায় আপনার পণ্য এবং কারবার করতে হবে
  2. ব্যবসায় কোন ধরনের ধোঁকাবাজি, মিথ্যাচার বা ভেজাল থাকা যাবে না।
যেসব ভিডিও দেখা জায়েজ নয় কিংবা যেসব কনটেন্ট বা ছবি শরিয়তের মূলনীতিবিরোধী, সেসব ভিডিও-কনটেন্ট-ছবি ইত্যাদি দেখা, প্রচার করা, লাইক করা, সেসব চ্যানেল সাবস্ক্রাইব করা কোনোটিই বৈধ নয়। তা থেকে উপার্জনও হালাল নয়।

আল্লাহ তাআলা বলেন, “সৎকর্ম ও খোদাভীতিতে একে অন্যের সাহায্য করো। পাপ ও সীমালঙ্ঘনের ব্যাপারে একে অন্যের সহায়তা করো না। আল্লাহকে ভয় কর। নিশ্চয় আল্লাহ তা’আলা কঠোর শাস্তিদাতা।” (সূরা-মায়েদা: ২)

ফেসবুক ভিডিও থেকে ইনকাম করার উপায়

ভিডিও তৈরি করে ফেসবুকে প্রকাশের মাধ্যমে তৈরি হয়েছে আয়ের নতুন পথ। বর্তমানে বিশ্বের ৩২টি দেশের ব্যবহারকারীরা ফেসবুকে এই সুবিধা পাচ্ছেন। ফেসবুক ভিডিও থেকে ইনকাম করার প্রধান উপায় হচ্ছে, অ্যাড ব্রেকস।

অ্যাড ব্রেকস- হচ্ছে ভিডিও  এর ভিতরে  বিজ্ঞাপন বিরতি। বিজ্ঞাপনদাতা থেকে ফেসবুকের আয়ের ৫৫ ভাগ জমা হবে ভিডিও প্রকাশকারীর অ্যাকাউন্টে। বর্তমানের বাংলা ও ইংরেজি ভাষায় প্রকাশিত ভিডিওতে এই সুবিধা পাওয়া যাচ্ছে।

ফেসবুকে কত ফলোয়ার হলে ইনকাম আসে?

ফেসবুকে কত ফলোয়ার হলে ইনকাম আসে? এর উত্তরে বলা যায়, আপনি যদি একজন ভিডিও নির্মাতা হন ও ফেসবুকে নিয়মিত কন্টেন্ট পোস্ট করেন, তাহলে আপনি ইন-স্ট্রিম বিজ্ঞাপন থেকে আয় শুরু করতে পারেন। তবে এর জন্য কিছু যোগ্যতা পূরণ করতে হবে।

প্রথমতঃ আপনার পেজে কমপক্ষে ১০ হাজার ফলোয়ার থাকতে হবে
দ্বিতীয়তঃ  টাইমলাইনে ৫ টি সক্রিয় রিল থাকতে হবে।
তৃতীয়তঃ গত ৬০ দিনে কমপক্ষে ৬০ হাজার মিনিট ভিডিও দেখার সময় থাকতে হবে।.

এছাড়াও আপনার কন্টেন্ট ফেসবুকের কমিউনিটি নির্দেশিকা ও মনিটাইজেশন নীতি অনুসারেও হতে হবে।

ফেসবুক থেকে কত টাকা আয় করা যায়?

আসলে ফেসবুক থেকে কত টাকা আয় করা যায় তার কোন নির্দিষ্ট অংক নেই। এটা নির্ভর করা সম্পূর্ণ আপনার আয়ের পদ্ধতির উপর। যেমন, আপনার কন্টেন কেমন, ফলোয়ারের সংখ্যা কেমন এবং মনিটাইজেশন যোগ্যতার উপর।

ফেসবুকে কত ভিউ কত টাকা?

ফেসবুকে বিভিন্ন কোম্পানি ভিন্ন ভিন্ন বিজ্ঞাপনের জন্য কম বেশি টাকার অংক দিয়ে থাকে। ১ হাজার ভিউ হলে ফেসবুক থেকে ০.০১ ডলার থেকে ০.০২ ডলার পর্যন্ত আয় করা যায়। সেই হিসেবে ১০ হাজার ভিউ হলে ০.১০ ডলার থেকে ০.২০ ডলার আয় করা যায়। তবে স্থান, কাল বা কন্টেন্ট এনগেজমেন্ট রেট এর কারণে আরো অনেক বেশিও আয় করা যায়।

ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব?

ফেসবুক পেজ থেকে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব এর নির্দিষ্ট কোনো পরিমাণ বলা কঠিন, কারণ এটি পেজভেদে ভিন্ন হয়।, এটা নির্ভর করে-
  • পেজের বিষয়বস্তু
  • দর্শকসংখ্যা
  • এনগেজমেন্ট এবং
  • মনিটাইজেশন পদ্ধতির উপর।
তাছাড়া কিছু পেজ মাসিক আয় করে লক্ষাধিক টাকা। তবে, এর আয় মূলত নির্ভর করে-
  • বিজ্ঞাপনের ভিউ
  • অ্যাফিলিয়েট মার্কেটিং
  • স্পনসরশিপ বা সরাসরি বিক্রি থেকে আসে।

ফেসবুকে কোন ধরনের কনটেন্ট থেকে ইনকাম করা যায়?

ফেসবুকে কোন ধরনের কনটেন্ট থেকে ইনকাম করা যায়? - এ প্রশ্নের উত্তরে বলা যায়, ফেসবুক কনটেন্ট তৈরি এবং মনিটাইজেশনের মাধ্যমে অনেকেই সফল ক্যারিয়ার গড়ে তুলেছেন। কন্টেন্টের মধ্যে বিশেষ করে ভিডিও বর্তমানে সবচেয়ে বেশি জনপ্রিয়।

অন্যান্য প্ল্যাটফর্মের মতো ফেসবুক কন্টেন্টের মাধ্যমে এখন বেশ মোটা অংকের টাকা আয় করা সম্ভব হচ্ছে।

এর জন্য সৃজনশীলতা এবং কৌশলের মাধ্যমে লাগাতার কনটেন্ট তৈরি এ ক্ষেত্রে সাফল্যের মূল চাবিকাঠি। তবে আপনাকে ফেসবুকের বিভিন্ন বিষয়গুলো বুঝতে হবে, যেমন-
  • ফেসবুকের অ্যালগরিদম,
  • মনিটাইজেশনের নিয়ম-নীতি
  • দর্শকের চাহিদা
  • কনটেন্ট বিশ্লেষণ ইত্যাদি।

পোস্টের শেষ-কথাঃ ফেসবুক থেকে ইনকাম কিন্তু কিভাবে- বিস্তারিত আলোচনা

পরিশেষে উল্লেখিত পোস্ট- ‘ফেসবুক থেকে ইনকাম কিন্তু কিভাবে’ এর আলোচনা প্রেক্ষিতে বলা যায়  যে; ফেসবুক থেকে ইনকাম অন্যান্য প্ল্যাটফর্মের মত কঠিন নয় আবার ততটা সহজও নয়। এখানে কন্টেন্ট বা ভিডিওর গুণগতমান, সময়মতো আপলোড, মনিটাইজেশন, কন্টেন্ট বিশ্লেষণ, ফেসবুকের  অ্যালগরিদম মেনে কাজ করতে হয়। তাই আপনি যদি ফেসবুক থেকে ইনকাম করতে চান তাহলে উল্লেখিত নিয়ম কানুন মেনে ফেসবুকে কাজ শুরু করতে পারেন ইনকাম হবে ইনশাল্লাহ।

বি: দ্র: এই পোস্টটি বিভিন্ন ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনার সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি মাত্র। আশা করি, উপকৃত হবেন। ভালো থাকবেন। আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url