ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
বিসমিল্লাহির রাহমানির রাহিম,
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠকগণ- ইউরোপের দেশ ইতালি অর্থাৎ আমরা যারা ইউরোপ যাওয়ার চিন্তার-ভাবনা করি, তাদের মনের প্রথম পছন্দ হিসেবে ইতালির নামেই চলে আসে।
তাই আজকে আমরা ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬- ইতালি যাওয়ার বিভিন্ন
উপায়, কি কি লাগে, কত টাকা লাগে, কোন কোন ক্যাটাগরি ইতালির জন্য ভালো সমস্তকিছু
নিয়ে এই পোস্টের মাধ্যমে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো, ইনশা-্আল্লাহ।
পেজ সূচিপত্রঃ ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
- ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
- ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন লিংক
- যা যা লাগে ইউরোপের দেশ ইতালি যেতে
- কিভাবে ইতালি - ভিসা আবেদন করবেন? জেনে নিন
- ইউরোপে দেশ ইতালি যেতে কত টাকা লাগে?
- ইতালি - ভিসা কত প্রকার? চলুন দেখি
- ইউরোপের দেশ ইতালিতে বেতন কত?
- ইতালিতে যেসমস্ত কাজের চাহিদা বেশি? জেনে নিন
- প্রশ্ন ও উত্তরঃ ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
- পোস্টের শেষকথাঃ ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
স্বপ্নের দেশ ইতালি - সরকারি বা বেসরকারি, আপনি যে মাধ্যমেই যেতে চান আপনাকে
অবশ্যই ইতালির ভিসা সংগ্রহ করতে হবে। ভ্রমণ কিংবা চিকিৎসা বা কাজ করার জন্য
অথবা পড়াশোনার জন্য যদি ইতালি যেতে আগ্রহী হন তাহলে আপনাকে ইতালি ভিসা আবেদন
ফরম সম্পর্কে জানতে হবে।
ইউরোপের দেশ ইতালি যাওয়ার জন্য আমরা যারা চিন্তা করতেছি তাদেরকে অবশ্যই প্রথমে
ইতালির ভিসার জন্য আবেদন করতে হবে। এই ভিসা আবেদনের জন্য নির্দিষ্ট একটি ফরম
সংগ্রহ করতে হবে। ফরমটি কোথায় পাবো? এটি আপনি সহজেই ইতালির সরকারি ওয়েবসাইট
থেকে ডাউনলোড করতে পারেন।
আর ডাউনলোডের জন্য ফোন অথবা ল্যাপটপের অথবা পিসির Chrome ব্রাউজারে গিয়ে
‘ইতালি ভিসা এপ্লিকেশন ফর্ম ফর বাংলাদেশী’ সার্চ করলেই প্রথমে আপনি একটি PDF
আবেদন ফরম দেখতে পাবেন। PDF- এ ক্লিক করলেই ফরমটি অটোমেটিক ডাউন লোড হয়ে যাবে।
আর এখানেই আপনি আপনার স্বপ্নের দেশ ইতালির ভিসা ফরম পূরণ করতে পারবেন।
ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন লিংক
ইতালি সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে গেলে ইতালি ভিসা আবেদন লিংক পেয়ে যাবেন। মনে
রাখবেন এখানে অনলাইন প্রতারকেরা ভুয়া লিংক দিয়ে মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ
করছে।
এর জন্য সঠিক আবেদন লিংক খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি আপনাদের সুবিধার্থে
ইতালির ভিসা আবেদন লিংক নিম্নে দিয়ে দিলাম-
🔗 ইতালি - ভিসা আবেদন লিংক:
visa.vfsglobal.com/bgd/en/ita/apply-visa
যা যা লাগে ইউরোপের দেশ ইতালি যেতে
বিশ্বের যে কোন দেশে যান না কেন আপনার কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রয়োজন হবে।
আর স্বপ্নের দেশ ইতালিতে যেতে হলে অর্থাৎ আপনাকে ভিসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
(ভিসার ক্যাটাগরি অনুযায়ী) প্রয়োজন হবে।
যা যা লাগে ইউরোপে দেশ ইতালি যেতে:
- একটি বৈধ পাসপোর্ট
- জাতীয় পরিচয় পত্র
- পাসপোর্ট সাইজের ছবি
- ইতালি ভিসা আবেদন ফরম
- ব্যাংক স্টেটমেন্ট
- জব অফার লেটার (ওয়ার্ক ভিসা)
- বিশ্ববিদ্যালয়ে ভর্তির অফার লেটার (স্টুডেন্ট ভিসা)
- স্পন্সরের নম্বর (ওয়ার্ক ভিসা)
- ভ্রমণ বীমা
- পুলিশ ক্লিয়ারেন্স
- মেডিকেল সার্টিফিকেট
- স্কিল সার্টিফিকেট (ওয়ার্ক ভিসা)
- ইতালি ভিসা আবেদন লিংক
- একাডেমিক সার্টিফিকেট
- রিকমেন্ডেশন লেটার (স্টুডেন্ট ভিসা)
- ভাষা দক্ষতার সার্টিফিকেট
কিভাবে ইতালি - ভিসা আবেদন করবেন? জেনে নিন
আপনার প্রয়োজনীয় সমস্ত কাগজপত্রাদি সংগ্রহ করার পর অনলাইনে ইতালি - ভিসার
জন্য আবেদন করতে হয়।এখানে কিছু বিষয় আছে যেগুলো আপনাকে মাথায় রাখতে হবে
ভিসা আবেদন করার সময়। যেমন-
👉সর্বপ্রথমে ইতালি - ভিসা আবেদন লিংকটি ভিজিট করতে হবে। তারপর ভিসা
ক্যাটাগরি নির্বাচন করে কিভাবে আবেদন করতে হয় সেই অপশনে ক্লিক দিতে হবে।
👉আগে থেকেই ইতালি - ভিসা আবেদন ফরম সংগ্রহ করে সেটি সঠিকভাবে পূরণ করে রাখতে
হবে। অনলাইনে আবেদনের সময় ফরমটি সাবমিট করতে হবে।
👉অনলাইনের মাধ্যমে ভিসা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করার পর প্রয়োজনীয়
সমস্ত কাগজপত্রাদি ও ভিসা আবেদন ফি অনলাইনে সাবমিট করতে হবে।
👉অতপর, ভিসা আবেদনটি ইতালি দূতাবাসে জমা দিতে হবে। ইতালি দূতাবাসে নির্দিষ্ট
তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বায়োমেট্রিক ইনফরমেশন ও ইন্টারভিউ দিতে হয়।
তারপর আপনার ভিসা প্রসেসিং শুরু হবে।
ইউরোপে দেশ ইতালি যেতে কত টাকা লাগে?
বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন উদ্দেশ্যে বা ভিন্ন ভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে
ইতালিতে যায়। আপনি কোন উদ্দেশ্যে এবং কোন ভিসা নিয়ে যাচ্ছেন তার উপর নির্ভর
করবে আপনার মোট খরচ কত হবে।
ইতালি - ভিসা সাধারণত দুই ধরণের। একটি সিজোনাল ভিসা আর অপরটি হলো নন্ সিজোনাল
ভিসা। আপনি যদি সাময়িক সময়ের জন্য অর্থাৎ ২ থেকে ৩ মাসের জন্য ইতালিতে
যেতে চান সেক্ষেত্রে সিজোনাল ভিসা নিতে পারেন। এই ভিসা নিলে বর্তমানে সকল খরচ
হবে সাধারণত: ৪ লাখ টাকার মতো।
অপরদিকে দীর্ঘদিন থাকার জন্য অথবা কাজ করার জন্য যেতে চাইলে আপনাকে নন্ সিজোনাল
ভিসা নিতে হবে। এক্ষেত্রে ৯-১৫ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে।
আবার ইতালিতে স্টুডেন্ট ও টুরিস্ট ভিসার খরচ সাধারণত কম হয়ে থাকে। কম খরচে কোন
আপনজন বা পরিচিত আত্মীয়-স্বজনের মাধ্যমে বাংলাদেশ থেকে ইতালি যেতে পারেন।
ইতালি - ভিসা কত প্রকার? চলুন দেখি
ইউরোপের দেশ ইতালি - ভিসা মুলত দুই ধরনের। একটি সিজোনাল ভিসা এবং অপরটি নন্
সিজোনাল ভিসা। এর মধ্যে আবার বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদ
গুলো মুলত যে উদ্দেশ্যে ইতালিতে যাওয়া হচ্ছে তার উপর নির্ভর করে।
নিম্নে কয়েকটি ইতালি - ভিসার প্রকারভেদ উল্লেখ করা হলো:
- স্টুডেন্ট ভিসা
- ওয়ার্ক পারমিট ভিসা
- কৃষি ভিসা
- ট্যুরিস্ট ভিসা
- কনস্ট্রাকশন ভিসা
ইউরোপের দেশ ইতালিতে বেতন কত?
আমরা জানি, ভিন্ন ভিন্ন কাজের ভিন্ন ভিন্ন বেতন হয়ে থাকে। তেমনি ইউরোপে দেশ
ইটালিতে পরিশ্রমিক কাজের অনেক মূল্যায়ন করা হয় তাই পরিশ্রম কাজের জন্য বেশি
টাকা উপার্জন করা।
ইটালিতে সাধারণত ৭০-৮০ হাজার টাকা থেকে শুরু করে দুই আড়াই লাখ বা তিন লাখ টাকা
পর্যন্ত ইনকাম করা যেতে পারে।
আরো পড়ুনঃ
ইতালিতে যেসমস্ত কাজের চাহিদা বেশি? জেনে নিন
ইতালিতে যেসমস্ত কাজের চাহিদা বেশি সে সমস্ত কাজের মধ্যে রয়েছে- ড্রাইভিং,
শ্রমিক, কৃষি কাজ, ফুড ডেলিভারি সার্ভিস, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন,
মেকানিক, ক্লিনার ইত্যাদি তবে ইতালিতে দক্ষ শ্রমিকদের বিভিন্ন সেক্টরে
কাজের চাহিদা রয়েছে অনেক বেশি।
প্রশ্ন ও উত্তরঃ ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
প্রশ্ন: ইতালি - ভিসা কত দিনের মধ্যে পাওয়া সম্ভব?
উত্তর: এটা আসলে নির্ভর করে বিভিন্ন ক্যাটাগরির উপর অর্থাৎ আপনার কোন
প্রকারের আবেদন করা হয়েছে। প্রক্রিয়া জটিলতা না হলে সাধারণভাবে কয়েক
সপ্তাহ থেকে কয়েক মাস সময় লেগে যেতে পারে।
প্রশ্ন: ইতালিতে কাজের ভিসায় যেতে ব্যক্তির বয়স?
উত্তর: ইতালিতে কাজের ভিসায় যেতে ব্যক্তির বয়স কত লাগে এর কোন নিদির্ষ্ট
সীমা নেই। যে কেউ আবেদন করতে পারে।
প্রশ্ন: ইউরোপের দেশ ইতালির পাসপোর্ট বা সিটিজেনশীপ পেতে কত বছর সময়
লাগে?
উত্তর: ইউরোপের দেশ ইতালির পাসপোর্ট বা সিটিজেনশীপ পেতে সাধারণত বৈধভাবে ১০ বছর
বসবাসের দরকার হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে এর চেয়ে কম সময়ও লাগে।
প্রশ্ন: বাংলাদেশ থেকে ইতালি বিমান ভাড়া কত?
উত্তর: বাংলাদেশ থেকে ইতালি- ন্যূনতম বিমান ভাড়া প্রায় ৮০ হাজার টাকা।
পোস্টের শেষকথাঃ ইউরোপের দেশ ইতালি - ভিসা আবেদন ফরম ২০২৬
স্বপ্নের ইউরোপের দেশ ইতালি - ভিসা অবদান ফরম ২০২৬- এ প্রসঙ্গে যে সমস্ত আলোচনা
করা হয়েছে তা থেকে বলতে পারি আপনি অবশ্যই সঠিক নিয়মে ফরমটি পূরণ করতে পারবেন।
তবে ইতালিতে যেতে হলে আপনাকে অনেক টাকা খরচ করতে হবে। তাই সামর্থ্য থাকলে তবেই
ইতালিতে যাওয়ার জন্য পদক্ষেপ গ্রহণ করবেন।
আর ইতালি - ভিসা আবেদন প্রক্রিয়া সঠিক মনে না হলে বিশ্বস্ত কোন ব্যক্তির
মাধ্যমে সেটা করতে পারেন। আজ এ পযর্ন্তই, ভালো থাকবেন সবাই।


গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url