ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী আজকের সর্বশেষ আবডেট ২০২৫

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী জানা জরুরী। কারণ ঢাকা থেকে নরসিংদী যাওয়ার বেশ কয়েকটি ট্রেন রয়েছে যেগুলো বিভিন্ন সময়ে ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যায়। নরসিংদী রুটে অনেক যাত্রী যাতায়াত করে যার কারণে এর নির্দিষ্ট সময়সূচি জানা জরুরী।
ঢাকা-টু-নরসিংদী-ট্রেনের-সময়সূচী
যারা নরসিংদী যাওয়ার সঠিক সময়সূচী জানেন না তারা আজকের তথ্যবহুল পোস্টে জানতে পারবেন কোন ট্রেন কখন ছাড়ে, কোথায় থামে এবং কোনটি আপনার জন্য সবচেয়ে উপযুক্ত এ সকল ব্যাপারে আপনাদের জানানোর চেষ্টা করব।

সূচিপত্রঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী 

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী 

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী রেল মন্ত্রণালয় অনেক আগেই তৈরি করেছেন। যেহেতু কর্মক্ষেত্রে বা বিভিন্ন প্রয়োজনে ঢাকা থেকে অনেক যাত্রী নরসিংদী রুটে যাতায়াত করে যার কারণে ট্রেনের সময়সূচী জানা অত্যন্ত জরুরী। সঠিক সময় জানা না থাকলে যাত্রীরা বিভ্রান্তিতে পড়েন এই ট্রেনের সময়সূচি নিয়ে। ঢাকা থেকে নরসিংদী রুটে আপডেট তথ্য অনুযায়ী 2025 সালে সাতটি অন্তনগর ট্রেন চলাচল করে। 

ঢাকা টু নরসিংদী এই রুটে অনেক লোকজন যাতায়াত করে।  যার ফলে যাতায়াতের সঠিক সময়সূচী জানা যাত্রীদের পক্ষে অত্যন্ত জরুরি। কারণ সঠিক সময়সূচি না জানতে পারলে গন্তব্য স্থানে পৌঁছতে বিভ্রান্তিতে পড়তে হয় যারা এখনো জানেন না ঢাকা থেকে নরসিংদী কোন ধরনের ট্রেনগুলো যায় এবং কয়টার দিকে ছাড়ে এবং কয়টায় পৌছায় এ সকল কিছু নিয়ে নিচের তালিকা তৈরি করে দেয়া হলো।

ট্রেনের নাম ছাড়ার সময় (ঢাকা) পৌঁছানোর সময় (নরসিংদী) ছুটির দিন
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) ০৭:১৫ AM ০৮:৪৫ AM বুধবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ১০:৩০ AM ১১:৪৫ AM সোমবার
চট্টলা এক্সপ্রেস (৮০২) ০১:৪৫ PM ০৩:৩০ PM শুক্রবার
উপকূল এক্সপ্রেস (৭১২) ০৩:১০ PM ০৪:৩০ PM মঙ্গলবার
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) ০৬:৪৫ PM ০৮:১০ PM নেই
মহানগর এক্সপ্রেস (৭২২) ০৯:২০ PM ১০:৫০ PM রবিবার
উপবন এক্সপ্রেস (৭৩৯) ১০:০০ PM ১১:৩০ PM বুধবার

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিট মূল্য 

ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকেট মূল্য জানাটা একান্ত গুরুত্বপূর্ণ। যেকোনো জায়গায় যাতায়াতের ক্ষেত্রে সর্বপ্রথম যেটা জানা দরকার সেটা হল ভাড়া। অর্থাৎ যাত্রা স্থান থেকে গন্তব্যস্থলে পৌঁছানোর যে মূল্য তালিকা সেটা জানা জরুরী। কারণ ভাড়া না জানা থাকলে যা তাড়াতাড়ি ক্ষেত্রে যাত্রীদের অনেক ভোগান্তিতে বা ঝামেলায় পড়তে হয়। 

বিশেষ করে টিকিট ক্রয়ের সময় মূল্য জানা থাকলে ক্রিকেট ক্রয় করার সময় অনেকটা সুবিধা হয়। এছাড়া ট্রেনের টিকিট এখন অনলাইনেও ক্রয় করা যায়। তবে অনলাইনে ক্রয়ের ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হয়। অর্থাৎ একটি টিকিটের জন্য জন প্রতি ২০ টাকা করে ভ্যাট কাটে। চলুন ঢাকা টু নরসিংদী ট্রেনের টিকিটের মূল্য বিভিন্ন ক্যাটাগরির আসন অনুযায়ী নির্ধারণ করা হয়ে থাকে।

ট্রেনের নাম আসন শ্রেণি ভাড়া
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) শোভন ৬০

শোভন চেয়ার ৭০

প্রথম শ্রেণি আসন ১০৪
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) শোভন ৬০

স্নিগ্ধা ১৩৩
চট্টলা এক্সপ্রেস (৮০২) শোভন ৬০

এসি সিট ১৫৬
উপকূল এক্সপ্রেস (৭১২) শোভন ৬০
এগারো সিন্ধুর গোধূলি (৭৪৯) শোভন ৬০
মহানগর এক্সপ্রেস (৭২২) শোভন ৬০
উপবন এক্সপ্রেস (৭৩৯) শোভন ৬০

ঢাকা টু নরসিংদী কোন ট্রেনে কত সময় লাগে 

ঢাকা টু নরসিংদী যাওয়ার সময় কোন ট্রেনে কত সময় লাগে এ ব্যাপারে জানা থাকলে আনুমানিক একটি ধারণা পাওয়া যায়। কারণ অনেকেই আছেন যারা যাননি করতে পছন্দ করেন না তাই হয়তো বিভিন্নভাবে খোঁজ নিয়ে থাকেন ঢাকা টু নরসিংদী যেতে তাই কতক্ষণ সময় লাগবে। চলুন ট্রেন অনুযায়ী পৌঁছানোর সময় গুলো তুলে ধরা যাক।  

আরো পড়ুনঃ Bangladeshi app প্রতিদিন 1000 টাকা ইনকাম পেমেন্ট বিকাশ ২০২৫

ঢাকা টু নরসিংদী আন্তঃনগর ট্রেনগুলোতে আনুমানিক ১ ঘন্টা ১৫ মিনিট থেকে ১ ঘন্টা ৪৫ মিনিট সময় লাগে। কিন্তু লোকাল বা মেল ট্রেনগুলো প্রায় দুই ঘন্টা সময় লেগে যায়। কারণ লোকাল ট্রেনগুলো বেশির ভাগ স্টপেজে দাঁড়ায় যার কারণে সময় একটু বেশি লাগে। ঢাকা টু নরসিংদী ট্রেনের আনুমানিক সময় নিজে উল্লেখ করা হলো। 

  • এগারো সিন্ধু প্রভাতী (৭৩৭) আনুমানিক সময় লাগে ১ ঘন্টা ৩০ মিনিট।
  • কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) আনুমানিক সময় ১ ঘন্টা 15 মিনিট।
  • চট্টলা এক্সপ্রেস (৮০২) আনুমানিক সময় ১ ঘন্টা ৪৫ মিনিট।
  • উপকূল এক্সপ্রেস (৭১২) আনুমানিক সময় ১ ঘন্টা ২০ মিনিট।
  • এগারো সিন্দুর গোধূলি (৭৪৯) আনুমানিক সময় ১ ঘন্টা ২৫ মিনিট। 
  • মহানগর এক্সপ্রেস (৭২২) আনুমানিক সময় ১ ঘন্টা ৩০ মিনিট।
  • উপবন এক্সপ্রেস (৭৩৯) আনুমানিক সময় ১ ঘন্টা ৩০ মিনিট।

লোকাল ট্রেনগুলো বা মেল ট্রেনগুলোতে যাত্রা সময় বেশি লাগে সাধারণত ২ ঘন্টা বা তারও বেশি লাগতে পারে। তবে সিডিউল অনুযায়ী বা ট্রাফিক কনজেশন অনুযায়ী সময় পরিবর্তন হতে পারে। সকাল বিকাল দুই সময় আছে আপনার প্রয়োজন অনুযায়ী আপনি যাত্রা করতে পারেন। 

ঢাকা টু নরসিংদী ট্রেনের সম্ভাব্য স্টপেজ সমূহ 

ঢাকা টু নরসিংদী ট্রেনের সম্ভাব্য স্টপেজ সমূহ যদি আপনি না জানেন তাহলে আজকে এই পোস্টে থেকে জেনে নিতে পারেন। কারণ ঢাকা টু নরসিংদী ট্রেনগুলো চলাচল করার সময় বেশ কয়েকটি স্টপেজ স্টেশন এ থামে। তবে সকল ট্রেন প্রতিটি ট্রেন স্টপেজে থামেনা কিছু কিছু ট্রেন থামে। চলুন স্টপেজ গুলোর নাম জেনে নেয়া যাক। 

  • ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন - যাত্রা সূচনার কেন্দ্রীয় স্টেশন।
  • বিমানবন্দর রেলস্টেশন - শহরের গুরুত্বপূর্ণ স্টেশন। 
  • টঙ্গী রেল স্টেশন - গাজীপুর অঞ্চলের জন্য প্রযোজ্য। 
  • জয়দেবপুর রেল স্টেশন - শিল্পাঞ্চলের যাত্রীদের জন্য। 
  • রাজেন্দ্রপুর রেলস্টেশন - কিছু কিছু ট্রেন থামে এখানে।
  • চান্দনা চৌরাস্তা (সিলেট রুটের ক্ষেত্রে) - নির্দিষ্ট ট্রেনের জন্য।
  • গাজীপুর স্টেশন - সীমিত সংখ্যক ট্রেন এখানে থামে। 
  • পাবুরা /পাঁচদোনা স্টেশন - মেইল ট্রেনের ক্ষেত্রে। 
  • নরসিংদী রেলস্টেশন - গন্তব্য স্থান। 

অর্থাৎ ঢাকা টু নরসিংদী ট্রেন চলাচলের সময় প্রায় ট্রেন স্টেশন বা স্টপেজে থামে। তবে সকল ট্রেন এই নদী স্টেশনে থামেনা মেইল এবং লোকাল ট্রেনগুলো প্রায় স্টেশনগুলোতে থামতে দেখা যায়।

ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী সম্পর্কিত প্রশ্ন উত্তর 

প্রশ্ন: ঢাকা থেকে নরসিংদী যাওয়ার ট্রেন কখন পাওয়া যায়?

উত্তর: প্রতিদিন সকাল, দুপুর ও রাতে একাধিক অন্তরনগর ও লোকাল ট্রেন চলে।

প্রশ্ন: ভাড়ার পরিমাণ কত? 

উত্তর: শোভন ৬০ টাকা, শোভন চেয়ার ৭০ টাকা, এসি বার্থ ২৩৬ টাকা। 

প্রশ্ন কোন ট্রেন সবচেয়ে কম সময় নাই? 

উত্তর: কিশোরগঞ্জ এক্সপ্রেস ও উপকূল এক্সপ্রেস প্রায় ১ ঘন্টা ১৫ মিনিটে পৌঁছে।

প্রশ্ন: কন ট্রেন আসন ব্যবস্থা বেশি ভালো? 

উত্তর: আন্তঃনগর ট্রেনগুলোর এসি, স্নিগ্ধা ও শোভন চেয়ার বেশি তুলনামূলক আরামদায়ক।

প্রশ্ন: শিশুদের জন্য আলাদা টিকিট লাগে কি? 

উত্তর: ৩ বছরের নিচে শিশুদের টিকিট লাগেনা, ৩ বছরের বেশি হলে টিকিট প্রয়োজন তবে হাফ টিকিট কাটা যায়। 

জনপ্রিয় ট্রেনগুলোর বিশেষ বৈশিষ্ট্য 

জনপ্রিয় ট্রেনগুলোর বিশেষ বৈশিষ্ট্য গুলো বাংলাদেশের প্রত্যেক নাগরিকের জানা জরুরী। কারণ বিভিন্ন ধরনের ট্রেনের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য রয়েছে যেগুলো জানলে যাত্রীদের অনেকটা সুবিধা হবে যাত্রা করার ক্ষেত্রে। চলুন ঢাকা টু নরসিংদী রুটে চলাচল করে ট্রেনগুলো বৈশিষ্ট্য গুলো জানা যাক। 

এগারো সিন্ধুর প্রভাতী ৭৩৭ঃ এই ট্রেনটি সকাল ৭:১৫ মিনিটে কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে যাই। কর্মজীবীদের জন্য এই ট্রেনটি খুবই উপযোগী। প্রতিদিন সময় মতো চলাচল করে যার কারণে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয় না।  ভোরবেলায় ট্রেনটির যাতায়াত করে যার কারণে ট্রাফিক এবং ভিড় কম থাকে। 

এগারো সিন্ধুর গোধূলি ৭৪৯ঃ এ ট্রেনটি সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ঢাকা থেকে নরসিংদীর উদ্দেশ্যে ছেড়ে যাই। যারা অফিস করেন বা চাকুরীজীবী রয়েছেন তাদের জন্য এই ট্রেনটি খুবই উপকারী। সন্ধ্যার সময় অফিস করে বাড়ি ফেরার ক্ষেত্রে যাত্রীদের জন্য খুবই উপযুক্ত একটি ট্রেন। সপ্তাহে ৭ দিনে এটি চালু থাকে।  

আরো পড়ুনঃ প্রতিদিন ২০০-৩০০ টাকা ইনকাম করা গেম পেমেন্ট বিকাশ বাংলাদেশ

কিশোরগঞ্জ এক্সপ্রেস ৭৮১ঃ এই ট্রেনটি সকাল ১০ঃ৩০ মিনিটে ছাড়ে। দীর্ঘ রুটের জন্য ট্রেনটি চালু হলেও নরসিংদী স্টপেজে সময় মত পৌঁছায়। এ ট্রেনের কোচগুলো ভালো এবং পরিষেবা অনেক উন্নত। বিভিন্ন প্রয়োজনে এই ট্রেনে নরসিংদী সহজে যাওয়া যায়।

উপবন এক্সপ্রেস ৭৩৯ঃ এ ট্রেনটি রাত ১০:০০ তে ছাড়ে। যাদের অফিস অনেকটা দেরিতে ছুটি হয় কিংবা ঢাকা শহরে জ্যামের কারণে বাস কিংবা অন্যান্য যানবাহনে চড়া সম্ভব হয় না তাদের জন্য এই ট্রেনটি খুবই উপযুক্ত। যারা রাতে ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাদের জন্য ভালো। এসি বার্থ এবং আধুনিক কোচ সুবিধা রয়েছে। লং রুট ট্রেন হওয়ার কারণে খাবার সার্ভিসও ভালো থাকে। 

চট্টলা এক্সপ্রেস ৮০২এই ট্রেনটি ছাড়ে দুপুর ১:৪৫ মিনিটে। মূলত চট্টগ্রাম রুটের জন্য এবং সময় মত চলে। এজন্য খুব সহজে যাত্রীরা নরসিংদী যেতে পারে। ভ্রমণের জন্য নিরাপদ এবং দুপুরে যাত্রা করার সুবিধা রয়েছে। 

মহানগর এক্সপ্রেস ৭২২ঃ এইট ট্রেনটি রাত 9 টা ২০ মিনিটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাই। রাতের শেষভাগে ভ্রমণের জন্য যাত্রীদের জন্য ভালো। এসে করছে যাত্রী সেবার মান অনেকটা উন্নত। যাত্রীরা অপেক্ষাকৃত স্বাচ্ছন্দ্যপূর্ণ ভাবে  ভ্রমন করতে পারে। 

উপকূল এক্সপ্রেস ৭১২ঃ বিকেল তিনটা ১০ মিনিটে এই ট্রেনটি ছেড়ে যাই চাঁদপুর রুটের জন্য। দূরবর্তী রুটের জন্য ট্রেনটি হাওয়াই এর যাতায়াত বা ভ্রমণ ব্যবস্থা ভালো। যারা দুপুরের পরে কিংবা বিকেলে ভ্রমন করতে চান তারা এই ট্রেনটিতে যেতে পারেন। ভ্রমণের জন্য এই ট্রেনটি খুবই উপযোগী বলা যায়। 

নরসিংদী টু ঢাকা ট্রেনের সময়সূচী

নরসিংদী টু ঢাকায় ট্রেনের সময়সূচী জানা থাকলে যাত্রীদের যাত্রার ক্ষেত্রে সুবিধা হবে। নরসিংদী থেকে ঢাকা প্রতিদিন একাধিক অন্তঃনগর, কমিউটার ও মেইল ট্রেন চলাচল করে। চলুন সকল ট্রেনের সময়সূচি গুলো তালিকা আকারে জানা যাক। নরসিংদী টু ঢাকা এবং ঢাকা টু নরসিংদী এ রুটে প্রায় প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে যার কারণে এ ট্রেনগুলো সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন।

ঢাকা-টু-নরসিংদী-ট্রেনের-সময়সূচী
আন্তঃনগর ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
এগারো সিন্ধুর প্রভাতী (৭৩৭) ০৯:০৪ AM ১০:৩০ AM নেই
উপকূল এক্সপ্রেস (৭১১) ১০:০৭ AM ১১:২০ AM বুধবার
চট্টলা এক্সপ্রেস (৮০১) ১১:০০ AM ১২:১০ PM শুক্রবার
কালনী এক্সপ্রেস (৭৭৪) ১১:৪২ AM ০১:০০ PM শুক্রবার
এগারো সিন্ধুর গোধূলি (৭৫০) ০৩:২৭ PM ০৪:৪৫ PM বুধবার
মোহনগঞ্জ এক্সপ্রে (৭৯০) ০৫:৩০ PM ০৬:৪০ PM শুক্রবার
কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮২) ০৬:৩০ PM ০৭:৫৫ PM সোমবার

মেইল ও কম্পিউটার ট্রেনের সময়সূচী

ট্রেনের নাম ছাড়ার সময় পৌঁছানোর সময় ছুটির দিন
ঢাকা মেইল (০১) ০৫:০৭ AM ০৬:৫৫ AM নেই
সুরমা মেইল (১০) ০৬:২৫ AM ০৯:১৫ AM নেই
তিতাস এক্সপ্রেস (৩৩) ০৬:৪৪ AM ০৮:৩০ AM নেই
কুমিল্লা কমিউটার (৮৯) ১০:০০ AM ১২:৫০ PM সোমবার
চট্টলা এক্সপ্রেস (৬৭) ০২:২৬ PM ০৩:৫০ PM মঙ্গলবার
তিতাস যাত্রী (৩৫) ০১:৪৩ PM ০৩:১৫ PM নেই
কর্ণফুলী এক্সপ্রেস (০৩) ০৫:৪৭ PM ০৭:৪৫ PM নেই
ঈশা খান এক্সপ্রেস (৪০) ০৭:১২ PM ১১:০০ PM নেই

ট্রেন ভ্রমনে যেসব সতর্কতা মানা উচিত 

ট্রেন ভ্রমনে যেসব সতর্কতা মানলে আপনি নিরাপদে ঝামেলা মুক্ত আরামদায়ক ট্রেন ভ্রমণ করতে পারবেন। ট্রেন ট্রেনে মানুষ যাতায়াত করে বিশেষ করে রিলাক্সে বা ক্লান্ত হীন ভাবে যাত্রা করার জন্য। অনেক মানুষ বাসায় কিংবা অন্যান্য যানবাহনে যাত্রা করতে পারে না যার ফলে ট্রেন ভ্রমণ বেশিরভাগ মানুষেরই পছন্দের। কিন্তু ট্রেন ভ্রমণ করার ক্ষেত্রে যে সকল সতর্কতা মেনে চলা উচিত সেগুলো নিচে তুলে ধরা হলো।

  • ট্রেনে যাত্রা শুরু করার আগে হঠাৎ একদিন অথবা দুই দিন আগে টিকিট সংগ্রহ করা উচিত। যাত্রা শুরুর আগে টিকিট কেটে রাখলে বিশেষ করে ঈদ পূজা বা বিভিন্ন ছুটির সময় সুবিধা হয়। অনলাইনে টিকিট কাটার জন্য www.eticket railway.gov.bd এই সাইটে ঘরে বসেই টিকিট কাটতে পারেন। 
  • স্টেশনের সময় মতো পৌঁছানো অর্থাৎ ট্রেন ছাড়ার কমপক্ষে ৩০ মিনিট অথবা ৪০ মিনিট আগে স্টেশনে পৌঁছানো উচিত। তাড়াহুড়ো করলে ভুল ট্রেনে ওঠার সম্ভাবনা থাকে। এছাড়া বিভিন্ন ধরনের এক্সিডেন্ট ঘটার সম্ভাবনা থাকে। 
  • নিজের মালপত্র, মোবাইল ফোন, মানিব্যাগ, কাগজপত্র, মূল্যবান জিনিস সকল কিছু নিজের নজরে রাখা উচিত। অপরিচিত কারো হাতে মালপত্র দেওয়া থেকে বিরত থাকবেন না। 
  • ট্রেনে ওঠার আগে অবশ্যই ট্রেনের টিকিট ভালোভাবে যাচাই করুন এবং কোন সমস্যা হলে স্টেশনের রেল পুলিশের সাথে যোগাযোগ করবেন। 
  • ট্রেনে যাত্রা সময় কখনো ট্রেনের দরজায় দাঁড়াবেন না বা ছবি তোলা থেকে নিজেকে বিরত রাখুন। কারণ ট্রেনে বেশিরভাগ মানুষের ফোন চুরি হয় এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। 
  • নিজের টিকিট অনুযায়ী সিটে বসুন। ময়লা আবর্জনা ট্রেনে ফেলে পরিবেশ নষ্ট করবেন না এবং অন্যদের সতর সতর্ক করুন। রাতে ভ্রমণ করলে সচেতন থাকুন। 

ঢাকা টু নরসিংদী ট্রেন সম্পর্কিত আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর 

প্রশ্ন: ঢাকা টু নরসিংদী ট্রেন ঠিক সময়ে ছাড়ে কি?

উত্তর: কখনো কখনো দেরি হয় তবে অধিকাংশ সময়ই সিডিউল অনুযায়ী ছেড়ে দেয়। 

প্রশ্ন: নরসিংদী যাওয়ার ট্রেনে মহিলা আসন আছে? 

উত্তর: হ্যাঁ, নির্দিষ্ট কিছু আসন মহিলাদের জন্য সংরক্ষিত থাকে। 

প্রশ্ন: কোন ট্রেন গুলো রাতে চলে? 

উত্তর: উপবন এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস ইত্যাদি রাতে চলে। 

প্রশ্ন: ঢাকা থেকে নরসিংদী লোকাল ট্রেন কয়টায় ছাড়ে? 

উত্তর: সকাল ছয়টা থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন সময়।

শেষ মন্তব্যঃ ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী 

অবশেষে সকল আলোচনায় বলা যেতে পারে যে ঢাকা টু নরসিংদী ট্রেনের সময়সূচী জানা থাকলে এ রুটে চলাচল অনেকটাই যাত্রীদের ক্ষেত্রে সুবিধা হবে। কারণ ঢাকা টু নরসিংদী এই রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে আর এই ট্রেনে হাজার হাজার যাত্রী প্রতিদিন যাতায়াত করে। কারণ অনেকেই এই ট্রেনগুলোতে যাতায়াত করার কারণ হচ্ছে বিভিন্ন কর্ম ক্ষেত্রে, এছাড়া বিশেষ কোনো প্রয়োজনে।

তাই এই ট্রেনগুলোর সময়সূচী সঠিকভাবে জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য। সুষ্ঠুভাবে যাত্রার ক্ষেত্রে ট্রেনের সময়সূচী জানা অত্যন্ত জরুরী। আজকের পোস্টে ঢাকা টু নরসিংদী সকল ধরনের ট্রেনের সময়সূচী আপনাদের সুবিধার্থে উল্লেখ করা হয়েছে হয়েছে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url