সোলার প্যানেল এর দাম - সেরা দামে সোলার প্যানেল বাংলাদেশ

সোলার প্যানেল এর দাম কত যদি জানা থাকে তাহলে বর্তমানে বিদ্যুৎ সংকট এবং ব্যয়বহুল বিদ্যুতের কারণে সোলার প্যানেল কেনা সুবিধা হবে। সোলার প্যানেল শুধু বড় বড় প্রতিষ্ঠানে ব্যবহৃত হয় তা নয় বর্তমানে বাসাবাড়ি থেকে শুরু করে ছোট ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সহজ হয়েছে।
সোলার-প্যানেল-এর-দাম
কিন্তু সঠিক দামের ধারণা না থাকার কারণে সোলার প্যানেল কেনা কিছুটা ঝুঁকিপূর্ণ। তাই  আজকের ব্লক পোস্টে বিভিন্ন ক্ষমতার সোলার প্যানেলের দাম সম্পর্কে স্পষ্ট ধারণা, এর সুবিধা এবং ব্যবহার সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব।

সূচিপত্রঃ সোলার প্যানেলের দাম 

সোলার প্যানেল এর দাম 

সোলার প্যানেল এর দাম কত এই ব্লগ পোস্টে আমরা ২০২৫ সালের আপডেট তথ্য অনুযায়ী সোলার প্যানেলের ধরন দাম ও অন্যান্য খরচ নিয়ে আলোচনা করার চেষ্টা করব বর্তমান যুগে বিদ্যুৎ খরচ অতিরিক্ত যার কারণে মানুষ সোলার প্যানেল কে সমাধান হিসেবে বেছে নিয়েছেন। কারণ এই সোলার প্যানেল একবার ইন্সটল করে নিলে বিদ্যুৎ খরচ কমবে এবং পরিবেশবান্ধব জীবনযাপন নিশ্চিত করতে পারবেন।

সোলার প্যানেল মূলত ৩ ধরনের হয়ে থাকে মনোকৃস্টালাইন সোলার প্যানেল, পলিক্রিস্টালাইন সোলার প্যানেল এবং থিন ফিল্ম সোলার প্যানেল। মনোকৃষ্টালাইন সোলার প্যানেল উচ্চ ক্ষমতা সম্পন্ন দাম একটু বেশি হয় পলিক্রিস্টালাইন সোলার প্যানেল গড় মানের কার্যক্ষমতা তুলনামূলক সাশ্রয়ী অন্যথায় কম কার্যক্ষমতা সম্পন্ন সোলার প্যানেল হল থিন ফিল্ম সোলার প্যানেল, নির্দিষ্ট প্রয়োজনে ব্যবহার করা যায়। 

চলো নিচে কিছু জনপ্রিয় ক্ষমতার সোলার প্যানেলের গড় মূল্য তালিকা তুলে ধরার চেষ্টা করব। নিজে উল্লেখিত সোলার প্যানেলগুলো 2025 সালের মূল্য তালিকা অনুযায়ী তালিকাভুক্ত করা।

ক্ষমতা প্রকার আনুমানিক মূল্য
50W Polycrystalline ২,৫০০ - ৩,০০০ টাকা
100W Polycrystalline ৫,০০০ - ৬,৫০০ টাকা
150W Monocrystalline ৮,০০০ - ১০,০০০ টাকা
300W Monocrystalline ১৪,০০০ - ১৬,০০০ টাকা
500W Monocrystalline ২২,০০০ - ২৫,০০০ টাকা
1000W (1kW) Full System ৭০,০০০ - ৯০,০০০ টাকা (ইনভার্টার ও ব্যাটারি সহ)

সোলার প্যানেল ইনস্টলেশন এর অতিরিক্ত খরচ

সোলার প্যানেল ইনস্টলেশন এর অতিরিক্ত খরচ রয়েছে। কারণ শুধুমাত্র সোলার প্যানেল ক্রয় করলেই খরচ শেষ হয় তা কিন্তু নাই সোলার প্যানেলের দাম বাদে এটি ইনস্টলেশনের জন্য বাড়তি কিছু যন্ত্রাংশ প্রয়োজন যেগুলো আলাদাভাবে ক্রয় করতে হয়। চলুন এক নজরে অতিরিক্ত কি কি খরচ রয়েছে সেগুলো দেখে নেয়া যাক। 

সোলার প্যানেল সরাসরি AC বিদ্যুৎ তৈরি করতে পারে না।বিদ্যুৎ উৎপাদন করার জন্য কিছু প্রয়োজনীয় যন্ত্রাংশ প্রয়োজন তার মধ্যে একটি হচ্ছে ইনভার্টার। এই ইনভার্টারের সাহায্যে সোলার প্যানেলের DC বিদ্যুৎ AC তে রূপান্তরিত করে। এই ইনভার্টার এর দাম ১৫০০০-৩০০০০ টাকা তবে ক্ষমতার উপর নির্ভর করে এর দাম। 

প্রয়োজনীয় আরেকটি যন্ত্রাংশ হচ্ছে ব্যাটারি কারণ সরাসরি সোলার প্যানেল থেকে বিদ্যুৎ না নিয়ে বিদ্যুৎ ব্যাটারীতে সংরক্ষণ করে রাখা যায়। যার ফলে রাতের বেলায় এই ব্যাটারির সাহায্যে সোলার বিদ্যুৎ ব্যবহারের সুবিধা রয়েছে। কারণ অনেক সময়ই ইলেকট্রিক সমস্যার কারণে বিদ্যুৎ চলে যায় এই ব্যাটারি তে সংরক্ষিত সোলার বিদ্যুৎ ব্যবহার উপযোগী হয়। 

আরো পড়ুনঃ ওয়ালটন স্মার্ট টিভি ৩২ ইঞ্চি প্রাইস ইন বাংলাদেশ 2025 দেখে নিন

ব্যাটারির দাম ১০ হাজার থেকে ২৫ হাজার ক্ষমতা ও ব্র্যান্ড অনুযায়ী হয়ে থাকেন। এছাড়া সোলার প্যানেলটি ছাদের কোন একটি জায়গায় স্থাপন করার জন্য স্ট্যান্ডের প্রয়োজন রয়েছে। এই স্টেন্ড বা মাউন্টিং স্ট্রাকচার এর দাম ৫০০০ থেকে ১২০০০। দামাদামি করে কম বেশি করা যায়। এছাড়া আরেকটি অতিরিক্ত যন্ত্রাংশ সোলার প্যানেল ইনভার্টার ও ব্যাটারির মধ্যে সংযোগ স্থাপনের জন্য ভালো মানের ওয়্যার, কানেক্টর, সার্কিট ব্রেকার প্রয়োজন। 

এর দাম ২০০০ থেকে ৫০০০ টাকা। আরেকটি খরচ আছে সেটি হল যারা এই সোলার প্যানেল ইনস্টল করে দেবে তাদের সার্ভিস চার্জ। তবে এটি আপনি তাদের সাথে আগে থেকেই চুক্তি করে নেবেন। ৫০০০ টাকার মত নিয়ে থাকে। তাহলে একটি সোলার প্যানেল লাগাতে নিম্নে আপনাকে ১ লক্ষ অথবা ১ লক্ষ ২০/৩০ হাজার টাকা ধরে রাখতে হবে।

সোলার প্যানেলের সুবিধা 

সোলার প্যানেলের সুবিধা অবশ্যই রয়েছে। অসুবিধা না থাকলে মানুষ এটি ব্যবহার করছে না। বর্তমানমে বিদ্যুতের যে অবস্থা তাতে বেশিরভাগ সময়ই লোডশেডিং হয় তার মধ্যে বিদ্যুৎ বিলও প্রচুর পরিমাণ বেড়ে গেছে যার ফলে বাংলাদেশের লোকজন বিদ্যুৎ বিল পরিশোধ করতে হিমশিম খাচ্ছে। আর বিদ্যুৎ ছাড়া এক সেকেন্ডও কল্পনা করা যায় না। 

তাই বিকল্প পদ্ধতি হিসেবে এবং বিদ্যুৎ হীনতা থেকে রক্ষা পেতে সোলার প্যানেলের কোন বিকল্প নাই। পোলার প্যানেল প্রথমবার ইন্সটল করতেই বেশি টাকা লাগে কিন্তু পরবর্তীতে খরচ অনেক কম। সোলার প্যানেল ব্যবহার করলে ঘর ও ব্যবসার বিভিন্ন প্রয়োজনীয় বিদ্যুৎ নিজে উৎপাদন করা যায় ফলে বিদ্যুৎ বিল অনেকটা কমে আসে। 

যে সকল এলাকার বেশিদিন প্রবণ সেগুলোতে সোলার প্যানেল ব্যবহার করলে ব্যাটারির সাহায্যে সোলার বিদ্যুৎ সংরক্ষণ করে রেখে রাতে সোলার। এছাড়া সোলার বিদ্যুৎ পরিবেশবান্ধব শক্তি উৎপাদন করে কোন রকম দূষণ ছাড়াই বিদ্যুৎ উৎপন্ন করে যার ফলে কার্বন নিঃসরণ কামায় এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখে। 

আরো পড়ুনঃ ওয়ালটন ব্লেন্ডার মেশিন দাম বাংলাদেশ ২০২৫ | কম বাজেটে সেরা ব্লেন্ডার মেশিন

সোলার বিদ্যুৎ নষ্ট হয় না একবার সোলার সিস্টেম ইন্সটল করে নিলে ২০ ২৫ বছর পর্যন্ত চলে যায়। এলাকার জন্য সোলার সিস্টেম সবচেয়ে কার্যকরী সমাধান বলা যেতে পারে। সোলার প্যানেলের বড় ধরনের যান্ত্রিক কোনো সমস্যা হয় না তাই নিয়মিত পরিষ্কার ছাড়া বিশেষ কোনো রক্ষণাবেক্ষণ দরকার হয় না। এছাড়া সূর্যের আলো থেকে স্থায়ী বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা অবিরাম থাকে।

সোলার প্যানেল এর দাম সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর

প্রশ্ন: সোলার প্যানেল কত টাকা থেকে শুরু হয়? 

উত্তর: বাংলাদেশের ছোট সোলার প্যানেল (১০w-২০w)৮০০-১৫০০ টাকার মধ্যে শুরু হয়। 

প্রশ্ন: ঘরের জন্য সবচেয়ে সাশ্রয় সোলার সিস্টেম কোনটা? 

উত্তর: ৮০০-১০০০w অফগ্রিড সিস্টেম যা ৬০০০০-৭৫০০০ টাকায় পাওয়া যায়।

প্রশ্ন: বিনা ব্যাটারির সোলার সিস্টেমের দাম কম কি? 

উত্তর: হ্যাঁ, ব্যাটারি যুক্ত সোলারের চাইতে কিছুটা কম।

প্রশ্ন: ২০০w সোলার প্যানেলের দাম কত? 

উত্তর: ৮০০০-১০০০০ টাকা। 

প্রশ্ন: একটি ছোট দোকানের জন্য কত ওয়াটার সোলার দরকার? 

উত্তর: সাধারণত ৫০০-১০০০ ওয়াট হলেই চলবে।

প্রশ্ন: সোলার ইনস্টলেশন এর জন্য অতিরিক্ত খরচ কি কি? 

উত্তর: স্ট্রাকচার, কেবল, চার্জ কন্ট্রোলার, ইনভার্টার, ব্যাটারি।

১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

১০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত এটা নির্ভর করে ব্র্যান্ড প্রযুক্তি এবং গুণগত মান এর উপর। মনোকৃষ্ট লাইন সোলার প্যানেল সাধারণত বেশি কার্যক্ষমতা প্রদান করে তার তবে দাম কিছুটা বেশি হতে পারে। ১০০ ওয়াটের সোলার প্যানেলের দাম বিভিন্ন বিক্রেতা বা ব্র্যান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে।

সাধারণত ১০০ ওয়াটের মনোকৃস্টালাইন সোলার প্যানেলগুলোর দাম ৩৫০০-৭০০০ টাকা হয়ে থাকে। তাই আপনি সোলার প্যানেল কেনার আগে ভালো ব্র্যান্ডের প্যানেল এবং বিশ্বস্ত বিক্রেতা থেকে কেনার চেষ্টা করবেন তাহলে কিছু সুবিধা পেতে পারেন। আপনি যদি চান তাহলে ১০০ ওয়াট সোলার প্যানেলগুলো দিয়ে পূর্ণাঙ্গ সিস্টেম ব্যাটারি, চার্জ, কন্ট্রোলার, ইনভার্টার সহ সেটআপ করে নিতে পারেন।

সুপারস্টার সোলার প্যানেলের দাম কত 

সুপারস্টার সোলার প্যানেলের দাম কত টাকা বলতে গেলে বিভিন্ন ওয়াটের ও প্রযুক্তির উপর নির্ভর করে দাম পরবর্তীত হয়। ২০২৫ সালের বাংলাদেশের বাজারে সুপারস্টার সুপার সোলার প্যানেল জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে ঘরে ঘরে এখন বিদ্যুৎ সাশ্রয়ের জন্য এবং লোডশেডিং এর কারণে সোলার প্যানেল যুক্ত করছে। চলুন বিভিন্ন ওয়াটের সুপারস্টার সোলার প্যানেলের দাম জানা যাক।

সোলার-প্যানেল-এর-দাম

 

ক্ষমতা মনোক্রিস্টালাইন পলিক্রিস্টালাইন
100W ৫,০০০ – ৬,০০০ ৪,০০০ – ৫,০০০
250W ১২,৫০০ – ১৫,০০০ ১০,০০০ – ১২,৫০০
300W ১৫,০০০ – ১৮,০০০ ১২,০০০ – ১৫,০০০
500W ২৫,০০০ – ৩০,০০০ ২০,০০০ – ২৫,০০০

রহিম আফরোজ সোলার প্যানেলের দাম কত 

রহিম আফরোজ সোলার প্যানেলের দাম জানার জন্য রহিম আফরোজ এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন। তবে এই ব্রান্ডের সোলার প্যানেলগুলো বিভিন্ন ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যেতে পারেন। তবে সোলার প্যানেলের দাম ওয়ার্ডের ওপর এবং বিভিন্ন প্রযুক্তির উপর নির্ভর করে পরবর্তীত হয়। চলুন নিজেই কিছু মডেলের আনুমানিক দাম দেখে নেয়া যাক। 

  • ২০w - মনোকৃস্টালাইন - ১,৩০০
  • ৩০w - মনোকৃস্টালাইন - ১,৯৫০
  • ৪০w - মনোকৃস্টালাইন -২,৬০০
  • ৫০w - মনোকৃস্টালাইন - ৩,২৫০
  • ১০০w - মনোকৃস্টালাইন - ৫৫০০ 
  • ১৩০w - মনোকৃস্টালাইন - ৮,৪৫০
  • ১৫০w - মনোকৃস্টালাইন - ১০,৪০০
  • ৩০০w - মনোকৃস্টালাইন - ১৭,৯০০

মনে কষ্ট লাইন প্যানেল উচ্চ কর্মক্ষমতা প্রদান করে তবে দাম কিছুটা বেশি হতে পারে।রহিম আফরোজ সোলার প্যানেল গুলোর ওয়ারেন্টি ২০ বছর পর্যন্ত থাকে। তবে বিশ্বস্ত বিক্রেতা দেখে শুনে কেনার চেষ্টা করবেন তাহলে ইনস্টলেশন এর ক্ষেত্রে কিছুটা সাপোর্ট এবং সুবিধা পেতে পারেন।

৫০০ ওয়াটের সোলার প্যানেলের দাম কত 

৫০০ ওয়াটার সোলার প্যানেলের দাম কত টাকা জানা থাকলে এই সোলার প্যানেলগুলো কেনার সময় সুবিধা হবে। পোলাপানের কেনার আগে অবশ্যই বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে কেনার চেষ্টা করবেন। তাই আপনাদের সুবিধার জন্য আজকে পাসওয়ার্ডটা সোলার প্যানেলগুলোর দাম গুলো তুলে ধরার চেষ্টা করব। 

  • Solar mart - মনকৃস্টালাইন - ২২,৫০০ টাকা
  • Superstar - মনকৃস্টালাইন - ১৫,০০০ টাকা
  • Trina solar 575W - মনকৃস্টালাইন - ২০,০০০ টাকা
  • JA solar 540W - মনকৃস্টালাইন - ১৩,৫০০ টাকা 

১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত 

১০০০ ওয়াট সোলার প্যানেলের দাম কত এটি জানার আগে আপনাকে বুঝতে হবে এর অনেক ব্র্যান্ড রয়েছে। তাই আপনি অন্য ব্র্যান্ডের সোলার প্যানেল ক্রয় করতে চান সে অনুযায়ী দাম নির্ভর করবে। কথা বলতে গেলে বিভিন্ন ব্র্যান্ডের সোলার প্যানেলের দাম ভিন্ন ভিন্ন হয়। সোলার প্যানেলের দাম কিছুটা নির্ভর করে ওয়াট এবং প্রযুক্তির উপরে। ২০২৫ সালে বাংলাদেশের বাজারে ১০০০ ওয়াট সোলার প্যানেল এর দাম হল। 

শুধুমাত্র ১০০ ওয়াট এর  মনকৃস্টালাইন প্যানেলের দাম ৬০,০০০-৭৫,০০০ টাকা। এবং ১ কিলোওয়াট সম্পূর্ণ সোলার সিস্টেমের দাম প্যানেল ব্যাটারি ও ইনভার্টার সহ আনুমানিক দাম ৭৫০০০ টাকা। শুধু ১০০ ওয়াটের1250VA Pure Sine Wave ইনভার্টার এর দাম ১৬,৯৯৯ টাকা। মনোকৃষ্টালাইন প্যানেলগুলো উচ্চ ক্ষমতা সম্পন্ন ও দীর্ঘস্থায়ী হয় যার ফলে অন্যান্য গুলোর চাইতে দাম বেশি। 

অফ গ্রিড সিস্টেমে ব্যাটারি প্রয়োজন হয় যা ইন্সলেশন খরচ বাড়িয়ে দেয়। কিন্তু ওয়ান গ্রিড সিস্টেমে ব্যাটারি ছাড়াই বিদ্যুৎ সরবরাহ করা যায়। তবে ভালো ব্র্যান্ডের প্যানেলগুলো ২০-২৫ বছরের ওয়ারেন্টি থাকে। তবে বাংলাদেশে ১০০০ ওয়াট সোলার প্যানেল গুলো ৭৫ হাজার টাকার মধ্যেই পেয়ে যাবেন।

জনপ্রিয় সোলার প্যানেল ব্র্যান্ডের নাম 

জনপ্রিয় সোলার প্যানেল ব্রান্ডের নাম গুলো অনেকেই জানেনা। যারা সোলার প্যানেলগুলোর নাম সম্পর্কে কোন ধারণা নেই তারা আজকের পোস্টটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়লে সকল ধারনা পেয়ে যাবেন এবং বিভিন্ন ধরনের সোলার প্যানেলের নাম এবং ব্র্যান্ড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। বাংলাদেশ এবং আন্তর্জাতিকভাবে বেশ কিছু জনপ্রিয় সোলার প্যানেলের ব্র্যান্ড আছে সেগুলো নিচে দেওয়া হল।

বাংলাদেশের প্রচলিত ব্র্যান্ড 

  1. সুপারস্টার (superstar)
  2. রহিম আফরোজ (Rahim afroz)
  3. জে এ সোলার (J A solar)
  4. লংগী সোলার (longi solar)
  5. ট্রিনা সোলার (Trina solar)
  6. ইস্ট ওয়েস্ট সালার (east west solar)
  7. ওয়ালটন সোলার (Walton solar) 

আন্তর্জাতিক বিখ্যাত ব্রান্ড 

  1. Sun Power 
  2. LG solar 
  3. Trina solar 
  4. Canadian solar 
  5. Q CELLS
  6. Jinko Solar
  7. REC Solar

সোলার প্যানেলের দাম সম্পর্কিত আরো কিছু প্রশ্নোত্তর

প্রশ্ন: বাংলাদেশে কোন সিজনের সোলার প্যানেল দাম কম থাকে? 

উত্তর: সাধারণত শীতের পরে (মার্চ-এপ্রিল মাসে) কিছু অফার থাকে। 

প্রশ্ন: ফ্রিজ চালানোর জন্য কত ওয়াটের সোলার দরকার? 

উত্তর: কমপক্ষে ৬০০-৮০০ ওয়াট দরকার।

প্রশ্ন: সোলার প্যানেল কি বৃষ্টির পানি সহ্য করতে পারে? 

উত্তর: হ্যাঁ, অধিকাংশ প্যানেল IP67 ও IP68 রেটেড। 

প্রশ্ন: ব্যাটারি বিহীন সোলার সিস্টেম কি সস্তা? 

উত্তর: হ্যাঁ, ব্যাটারি না থাকলে ২০-৩০% খরচ কমে যায়। 

প্রশ্ন: একটি ৫০০ ওয়াট সোলার সিস্টেম কত লাইট ফ্যান চালাতে পারে? 

উত্তর: ৫-৬ টি LED লাইট ও দুটি ফ্যান।

শেষ মন্তব্যঃ সোলার প্যানেল এর দাম 

বর্তমানে সোলার প্যানেল একটি বিদ্যুৎ সাশ্রয় মাধ্যম। সোলার প্যানেল একটি লাভজনক জনপ্রিয় বিদ্যুৎ উৎপাদন মাধ্যম। সোলার প্যানেল এর দাম ধরন, ক্ষমতা, ব্র্যান্ড এবং সিস্টেমের ধরন অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তবে আপনার বাজেট অনুযায়ী এই সোলার সিস্টেমগুলো ক্রয় করতে পারবেন। বড় সোনার এবং ছোট সোলার উভয় সিস্টেম রয়েছে। 

যার যেটা পছন্দ এবং সামর্থ্য অনুযায়ী তোলার গুলো কিনে ইন্সটল করে নিতে পারেন। তবে প্রাথমিকভাবে খরচ বেশি মনে হতে পারে কিন্তু একবার ইনভেস্ট করে লাগিয়ে নিলে পরবর্তীতে এর উপকারিতা সম্পর্কে নিজেই বুঝতে পারবেন। সঠিক ব্রান্ড নিশ্চিত করে সোলার প্যানেলগুলো খুব সহজেই আপনার বাড়িতে কিংবা অফিসে লাগিয়ে নিতে পারেন।

202511

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url