পুরুষ বিড়ালের নাম বাংলা আপনার বিড়ালের জন্য সেরা নামের তালিকা

পুরুষ বিড়ালের নাম বাংলা জানতে চান? তাহলে তাহলে চলুন কিছু সুন্দর সুন্দর আনকমন এবং আদরের কিছু বিড়ালের নাম আপনাদের জানানোর চেষ্টা করি, যেগুলো শুনলে আপনারা আপনাদের বাড়িতে পোষা পেট বা বিড়াল যে কোন প্রাণীর নাম রাখতে পারেন।

পুরুষ-বিড়ালের-নাম-বাংলা
পোষা প্রাণী গুলোর মধ্যে বিড়াল খুবই আদরের একটি প্রাণী যে কিনা গায়ের সাথে লেগে থাকতে পছন্দ করে। বিড়ালের সুন্দর সুন্দর নাম রাখে। আজকের পোস্টে ছেলে বিড়ালের ইংরেজি, আরবি নাম, সাদা বিড়ালের নাম, বিদেশী বিড়ালের নাম ইত্যাদি আলোচনা করব।

সূচিপত্রঃ পুরুষ বিড়ালের নাম বাংলা 

পুরুষ বিড়ালের নাম বাংলা 

পুরুষ বিড়ালের নাম বাংলা তে যদি ডাকতে চান তাহলে আজকের যে নাম গুলো আপনাদের সাথে শেয়ার করব এর মধ্যে যেকোন আপনাদের পছন্দ মতন নাম গুলো চেঞ্জ করে আপনি আপনার পছন্দের বিড়ালের নাম রাখতে পারেন চলুন কিছু বাংলা সুন্দর সুন্দর পুরুষ বিড়ালের নাম আলোচনা করি। 

  1. রানা 
  2. বাদশা 
  3. ঝলক 
  4. মিশু 
  5. রনি 
  6. টমি 
  7. মনি 
  8. পুচু 
  9. টুকাই 
  10. রাজা 
  11. টগর 
  12. বাবু 
  13. টিপু 
  14. মিঠু 
  15. মনি 
  16. সাগর 
  17. মিশুক 
  18. ঝন্টু 
  19. পুষ্পা 
  20. মুকুট 
  21. টিকলু
  22. মুকুল 
  23. টুটুল 
  24. খোকা 
  25. বাঁধন 
  26. তিতাস 
  27. বিটু 
  28. পলাশ 
  29. শিমুল 
  30. সানাই 
  31. রবি 
  32. টুলকু
  33. টিকো
  34. পেঁচা 
  35. পুচকি 
  36. মুন্না 
  37. সোনা 
  38. লালটু 
  39. দাদু 
  40. ঝিমি 
  41. চিকু 
  42. পান্ডা 
  43. বাবলা 
  44. টিম টিম 
  45. লাট্টু 

উপরের নাম গুলো সবগুলোই স্টাইলিশ পুরুষ বিড়ালের নাম আপনারা যারা বাড়িতে বিড়াল পালতে পছন্দ করেন তারা এই নাম গুলো থেকে পছন্দ করে আপনি আপনার পছন্দের বিড়ালের নাম রাখতে পারেন।

পুরুষ বিড়ালের জন্য আদর্শ বাংলা নাম 

পুরুষ বিড়ালের জন্য আদর্শ বাংলা নাম গুলো শুনলে অবাক হবেন অনেক সুন্দর সুন্দর নাম আজকের পোস্টে শেয়ার করা হলো। একটি বিড়ালের জন্য নাম বেঁচে নে অনেকটা সন্তানের নাম রাখার মতই নামটি যেন সহজ মজার এবং সুন্দর স্বভাবের বিড়ালের সাথে মানানসই হয়। চলুন আদর্শ বাংলা নামের বিশেষ তালিকা পুরুষ বিড়ালের জন্য হতে পারে একদম পারফেক্ট। 

  • সোনা-সোনার মত প্রিয় বিড়ালের জন্য 
  • কালু-কালো রংয়ের বিড়ালের জন্য উপযুক্ত 
  • বাবু-পরিবারের প্রিয় সদস্যদের মতো 
  • মুন্না-আদর করে ডাকার জন্য মিষ্টি নাম 
  • পুচকি-ছোট আকারের বা দুষ্টু বিড়ালের জন্য 
  • লালু-লাগচে বা উজ্জ্বল রঙের বেড়ানোর জন্য 
  • রাজু-বিড়ালের রাজকীয় ভঙ্গির সাথে মানানসই 
  • চিকু-কিউট বিড়াল জানার জন্য মজার নাম 
  • বাবলু-দুষ্টু ও চঞ্চল বিড়ালের নাম 
  • মিঠু-মিষ্টি স্বভাবের বিড়ালের জন্য 
  • ধরণী-প্রকৃতি ভালবাসে এমন কারো প্রিয় পোষা 
  • পুষ্প-কমল ও মিষ্টি বিড়ালের জন্য 
  • প্রশান্ত-রঙিন ও প্রাণবন্ত বিড়ালের নাম 
  • পুটু-খুব ছোট বা সদ্য জন্মানো বিড়ালের জন্য 
  • কাবাব-খেতে ভালোবাসে এমন বিড়ালের জন্য 
  • ঝরনা-শান্ত কমল স্বভাবের বিড়ালের জন্য 
  • ঝিলিক-ঝকঝকে বা চকচকে রঙের বিড়ালের জন্য 
  • টুমটুম-গোলগাল মটু সটু বিড়ালের জন্য
  • বসন্ত-রঙিন ও প্রাণবন্ত বিড়ালের নাম 
  • টগর-সাদা ধরনের বিড়ালের জন্য 
  • গুগু-গুম গুম করা স্বভাবের জন্য 
  • চিকি-চঞ্চলতা বোঝাতে 
  • লিমু-হলুদ বা হালকা রঙের বিড়ালের জন্য 
  • টিকো-স্লিম ও স্মার্ট বিড়ালের জন্য 
  • টুটুল-ছোট ও মজার নাম 
  • সিমি-ছোট বিড়ালের নাম।

ছেলে বিড়ালের আরবি নাম 

ছেলে বিড়ালের আরবি নাম গুলো খুবই আকর্ষণীয় এবং অর্থবহুল। যারা বিড়ালকে খুব ভালোবাসেন এবং বিড়াল পোষে নিজের সন্তানের মত পালতে চান তারা আজকের পোষ্টের এই সুন্দর সুন্দর নাম গুলো পছন্দ করতে পারেন। চলুন ছেলে বেড়ালের আরবি নামগুলো অর্থ সহ জেনে নেয়া যাক। 

আরো পড়ুনঃ

  1. আমির - নেতা/রাজপুত্র 
  2. মালিক - শাসক/মালিক 
  3. ফাহিম - বুদ্ধিমান 
  4. জাহিদ - সাধু/ সংযমী 
  5. রাইয়ান - জান্নাতের একটি দরজা 
  6. তামিম - পরিপূর্ণ 
  7. সালেহ - সৎ/ন্যায়বান 
  8. বাশার - মানুষ 
  9. ওমর - জীবন/প্রসিদ্ধ সাহাবী 
  10. নাসির - সাহায্যকারী
  11. হাবিব - প্রিয়জন 
  12. ফারিস - বীর যোদ্ধা 
  13. শামীম - সুগন্ধি/অমল 
  14. তরিক - তারা/আগমনকারী 
  15. হাসান - সুন্দর 
  16. আজিজ - প্রিয়/সম্মানিত 
  17. আবির - সুগন্ধি 
  18. সাঈদ - সুখী/সৌভাগ্যবান 
  19. জুবায়ের - সাহসী 
  20. সাবির - ধৈর্যশীল 
  21. রফিক - বন্ধু বৎসল 
  22. নূর - আলো 
  23. আব্দুল্লাহ - আল্লাহর বান্দা 
  24. আইমান - সৌভাগ্য শেলী 
  25. জাকির - স্মরণকারী 
  26. কামাল - পূর্ণতা 
  27. রাইদ - নেতা 
  28. মারুয়ান - সাহসী 
  29. তাহির - পবিত্র 
  30. সাদ - আনন্দ/সৌভাগ্য 
  31. আদনান - স্থায়ী বাসিন্দা 
  32. মুজিব - স্মরণকারী 
  33. মনির - আলোকিত 
  34. রুহান - আত্মিক/স্নিগ্ধ 
  35. নাঈম - শান্তি/সুখ 
  36. হানিফ - সত্য পথে অবিচল 
  37. ফাদিল - গুণবান 
  38. কাশিফ - উদঘাটনকারী 
  39. শারিফ - মহৎ 
  40. রায়েদ - পথ প্রদর্শক 
  41. ফয়সাল - বিচারক/নির্ণায়ক 
  42. ওয়াসিম - সুদর্শন 
  43. আজম - মহত্তম 

এই নামগুলো শুধু বিড়ালের জন্য তা নয় এগুলো সমৃদ্ধ এবং সুন্দর সুন্দর নাম চাইলে আপনি যে কোন ঔষধ রানী রাখতে পারেন কারণ মানুষের নামে নাম হলেও সৌদি আরব কিংবা মুসলিম দেশগুলোতে তারা বিড়ালের নাম মানুষের নামেই না রাখেন এবং সেই নামে ডাকতে তারা পছন্দ করেন চাইলে আপনি এই নামগুলো রাখতে পারেন। 

পুরুষ বিড়ালের ফানি ও কিউট নাম 

পুরুষ বিড়ালের ফানি ও কিউট নাম গুলো জানলে আপনি নিজেই চাইবেন আপনার পোষা প্রাণীর নাম রাখতে। চলুন কিছু আনকমন এবং সুন্দর সুন্দর মজার মজার নাম গুলো নিজে তুলে ধরার চেষ্টা করি। যদি আপনারা চান তাহলে এ ধরনের ফানি কিউট নামগুলো আপনার পোষা প্রাণীর এবং খুব কাছের বিড়ালের রাখতে পারেন।

  1. টিকে 
  2. কাবু 
  3. পিং পিং 
  4. চ্যাপ্টা 
  5. টিক টিক 
  6. ঝিঙে 
  7. টিংকু 
  8. লিমু 
  9. ফাজলি 
  10. চিপু 
  11. রাবো 
  12. টোটো 
  13. ঝিরঝির 
  14. দাদু 
  15. হোলো 
  16. টুপাই 
  17. মচমচ 
  18. খাটাস 
  19. ঝাকানাকা 
  20. পপকর্ন 
  21. কাবাব 
  22. বাচ্চু 
  23. দিমু 
  24. লুট্টু 
  25. ফিনী 
  26. চিপ চিপ 
  27. গুলু গুলু 

এনাম গুলো খুব মজার অনেকেই এই নামগুলো শুনে হাসি পাবে, এই নাম গুলো বিড়ালের রাখলে অনেকেই শুনে মজা পাবে এবং আপনারও ভালো লাগবে চাইলে আপনি এগুলো থেকে পছন্দমত একটি নাম রাখতে পারেন।

বিদেশি স্টাইলে পুরুষ বিড়ালের নাম 

বিদেশি স্টাইলে পুরুষ পিলারের নাম গুলো অনেকের পছন্দ। কারণ বিদেশীদের বিড়ালের নাম গুলো অনেক মুভি দেখা যায়। এবং নাম গুলো খুব সুন্দর হয়। বিদেশি স্টাইলে ইংরেজি ইউরোপিয়ান ফ্যান্টাসি নামগুলো খুব ইউনিট পুরুষ বিড়ালের জন্য উপযুক্ত। বিড়ালের জন্য আকর্ষণীয়। 

পুরুষ-বিড়ালের-নাম-বাংলা

  1. ম্যাক্স (Max) 
  2. লিও (Leo)
  3. অলিভার (Oliver)
  4. জাসপার (Jasper) 
  5. ফেলিক্স (Felix)
  6. মিলু (Meelu)
  7. অস্কার (Oscar)
  8. টবি (Tobbi)
  9. স্যামি (Sammy)
  10. টেডি (teddy)
  11. জ্যাক (Jack)
  12. বাডি (Buddy)
  13. ফিন (fin)
  14. চার্লি (Charlie)
  15. লুই (Louie)
  16. জর্জ (George)
  17. রকি (Rocky)
  18.  আলফি (alfi)
  19. উইনস্টন (Winston)
  20. গ্লেজ (glaze)
  21. ড্যাস (dash)
  22. শ্যাডো (shadow)
  23. হান্টার (hunter)
  24. রেক্স (Rex)
  25. জেট (jet )
  26. স্টর্ম (Storm)
  27. ডিউক (Duke) 
  28. রাইডার (Rider)
  29. ডাইসেল (dicel)
  30. এক্সেল (Excel)
  31. ব্যান্ডেট (bandit)
  32. সিম্বা (Simba)
  33. গার্ল ফিল্ড (girl field)
  34. লোকি (Loki)
  35. থর (Thor)
  36. ডাকো (daku)
  37. নিউ (new)
  38. ইয়োডা (Yoda)
  39. মারলিন (Marlin)
  40. ব্যাটম্যান (Batman)
  41. সারলোক (Sherlock)
  42. গেন্ডালফ (Gendalf)
  43. স্টিচ (stitch)
  44. ভিক্টর (Victor)
  45. লুসিফার (Lucifer)
  46. নিমো (Nemo)
  47. কেট (Ket)
  48. মাউসি (Mausi)

পুরুষ বিড়ালের নাম বাংলা সম্পর্কিত প্রশ্ন উত্তর 

প্রশ্ন: আমি কিভাবে বিড়ালের জন্য আদরের নাম পছন্দ করব? 

উত্তর: তার স্বভাব, রং, ধর্ম ও পছন্দ থেকে বাছাই করুন। 

প্রশ্ন: পুরুষ বিড়ালের জন্য ইসলামিক নাম কি? 

উত্তর: আবু হুরায়রা, ওমর, হাসান, রশিদ ইত্যাদি। 

প্রশ্ন: বাংলা নাম ভালো না ইংরেজি? 

উত্তর: দুটোই চলবে, তবে বাংলায় ডাকলে বিড়াল সহজে অভ্যস্ত হয়। 

প্রশ্ন: বিড়ালের নাম ছোট না বড় রাখা ভালো? 

উত্তর: ছোট, ২-৩ অক্ষরের নাম স্মৃতি মধুর হয়।

প্রশ্ন: দুষ্টু বিড়ালের জন্য কেমন নাম মানায়? 

উত্তর: টিকো, পুঁচকে, ওসামা, দুষ্টু, চঞ্চল।

সাহাবীদের নাম অনুসারে পুরুষ বিড়ালের নাম 

সাহাবীদের নাম অনুসারে পুরুষ বিড়ালের নাম রাখতে চান তাহলে আজকের পোস্টটি অবশ্যই আপনার জন্য গুরুত্বপূর্ণ হবে। কারণ অনেকেই ইসলামিক ভিত্তিতে এবং সাহাবীদের নাম অনুসারে তার খুব কাছের বিড়ালের নাম রাখতে পছন্দ করেন কিন্তু হয়তো খুঁজে পান না। আপনাদের জন্য আজকে সাহাবীদের নাম অনুসারে গ্রামের নাম গুলো তুলে ধরছি। 

আরো পড়ুনঃ 

  • আবু হুরায়রা - বিড়ালের পিতা, বিড়াল প্রেমের সাহাবী 
  • হুরাইরা - ছোট বিড়াল 
  • ওমর - সাহসী ও খলিফা/শক্তিশালী 
  • আলী - সাহস ও জ্ঞানী সাহাবী (বিড়ালের জন্য রাজকীয় নাম)
  • বিলাল - প্রথম মুয়াজ্জিন (মিষ্টি আওয়াজ জুক্ত বিড়ালের জন্য)
  • সালমান - জ্ঞানী ও নম্র 
  • জুবায়ের - যোদ্ধা সাহাবী (সাহসী বিড়ালের জন্য)
  • আনাস - দয়ালু ও কোমল সাহাবী (আদুরে বিড়ালের জন্য)
  • খালিদ - বিড়ালের সাহসী বা চঞ্চল স্বভাব বোঝাতে 
  • তালহা - বিশ্বস্ত ও সাহসী সাহাবী (সাহসী বিড়ালের জন্য) 
  • মুয়াজ - নবীজির প্রিয় সাহাবী (মিষ্টি স্বভাবের বিড়ালের জন্য) 
  • সাদ -  শক্তিশালী ও ঈমানদার (মটু শক্তিশালী বিড়ালের জন্য) 
  • আব্দুল্লাহ - সুন্দর ও সম্মানজনক নাম 
  • ওসামা - তরুণ সাহাবী, যুদ্ধে যোগ দিয়েছিলেন (দুষ্টু বিড়ালের জন্য) 
  • আম্মার - যিনি কষ্ট সহ করে সত্য আঁকড়ে ছিলেন (ধৈর্যশিল বিড়ালের জন্য) 

নামগুলো সবগুলোই খুব সুন্দর নাম এবং সাহাবীদের আচার ব্যবহারের প্রতিফলন। চাইলে আপনি নামগুলো রাখতে পারেন। আবু হুরায়রা নামটি বিড়ালের জন্য সবচেয়ে জনপ্রিয় ইসলামী নামের। কারণ এ নামের অর্থই বিড়ালের পিতা। আপনি যদি চান তাহলে আবু হুরায়রা জুনিয়র বা আবু মিউ র রাখতে পারেন। 

সাদা বিড়ালের সুন্দর নাম 

সাদা বিড়ালের সুন্দর নাম গুলো প্রত্যেকটি অনেক আকর্ষণীয়। যাদের বাড়িতে সাদা বিড়াল আছে কিন্তু ওর নাম খুঁজে পাচ্ছেন না কি নাম রাখবেন তারা আজকের পর থেকে এই সুন্দর নাম গুলো বেছে নিতে পারেন না আপনার হোয়াইট কিংবা সাথে জন্য। 

  • ডায়মন্ড 
  • দুধু 
  • মেঘ 
  • শুভ্র 
  • তুষার 
  • আলো 
  • শুভ 
  • সোনা 
  • টুকটুকে 
  • গুগলি 
  • কটন 
  • লুনা 
  • ক্লাউড
  • ফ্রোস্টি 
  • মিল্কি 
  • সুগার 
  • এঞ্জেল 
  • কপাল 
  • ওপাল 
  • নিম্বাস 
  • পাফিন 
  • মচি
  • শ্বেতা 
  • ঝকঝকে 
  • দুধ পায়েস
  • টফি 
  • চাঁদ
  • স্নোই 
  • আইসি 
  • স্নবল 

যাদের বাড়িতে সাদা ধবধবে বিড়াল আছে তারা এই নাম গুলো রাখতে পারেন কারণ এগুলো সবগুলোই আনকমন বাংলা ইংরেজি থেকে নেওয়া নাম। সাদা বিড়ালের জন্য এই নামগুলো খুবই উপযুক্ত এবং আকর্ষণীয় আপনি এ নাম গুলো ডাকলে আনন্দ পাবেন।

হিন্দু নাম পুরুষ বিড়ালের জন্য 

হিন্দু নাম পুরুষ বিড়ালের জন্য অনেকেই খোঁজ করে থাকেন কিন্তু বুঝে উঠতে পারেন না। অনেক বড় বড় হিন্দু আছে যারা তাদের দেবতা কিংবা তাদের ধর্মের বিভিন্ন বিশিষ্ট মানুষদের নাম অনুসারে তাদের পোষা বিড়ালের নাম রাখতে চান।  চলুন যারা পুরুষ হিন্দু বিড়ালের নাম হোসেন তারা নিজের নাম গুলো রাখতে পারেন। 

  • শিবু - শিবজির আদরের রূপ 
  • গণেশ - হিন্দু দেবতা, শুভ সূচনা প্রতীক 
  • মাধব - শ্রীকৃষ্ণের আরেক নাম 
  • রামু - শ্রী রামের আদরের রূপ 
  • নারায়ন - ভগবান বিষ্ণুর নাম 
  • বিষ্ণু - সংরক্ষক দেবতা 
  • অর্জুন - মহাভারতের বীর যোদ্ধা 
  • কৃষ্ণ - শ্রীকৃষ্ণের ছোট রূপ
  • বালাজি - দক্ষিণ ভারতের ভগবান 
  • নন্দন - আনন্দদায়ক 
  • হর - শিবজির আরেক নাম 
  • হরি - বিষ্ণুর নাম 
  • রুদ্র - তেজস্বী ও আগুনমুখো শিব 
  • বিরু - সাহসী চরিত্র
  • বাল মুকুন্দ - শিশু কৃষ্ণ 
  • গোবিন্দ - শ্রীকৃষ্ণের নাম 
  • হরি - বিষ্ণুর নাম 
  • সঞ্জয় - মহাভারতের চরিত্র 
  • লক্ষণ - ভাতৃত্বের প্রতীক 
  • ব্রজেস - বৃন্দাবনের রাজা 
  • সুধীর - জ্ঞানী প্রশান্ত 
  • অমিত - অসীম 
  • নরেশ - পুরুষদের রাজা 
  • রাজিব - পদ্ম ফুলের মত চোখ 
  • ভানু - সূর্য 
  • সৌরভ - সুবাস 
  • শংকর - শান্তিদাতা শিব 
  • অভি - নির্ভীক 
  • রাহুল - মিষ্টি ও প্রাণব 
  • দেব - ঈশ্বর 
  • যশ - খ্যাতি 
  • প্রিয়ম - আদরের 
  • বোধি - জ্ঞান 
  • সারথি - রথচালক 
  • নয়ন - চোখের মনি 

শুধু হিন্দু ধর্মীয়ভাবে অর্থ নয় বরং বিড়ালের স্বভাব ও ব্যক্তিত্বের সাথে দারুন ভাবে মানিয়ে যায় চাইলে আপনি এ নামগুলো থেকে বিড়ালের রং ও স্বভাবের অনুযায়ী নাম বলে রাখতে পারেন। 

আদুরে মেয়ে বিড়ালের সুন্দর নাম 

আদরের মেয়ে বেড়ালে সুন্দর নামগুলো নিচে দেওয়া হল। যারা মেয়েদের নামগুলো খুঁজছেন এর নামগলো নিয়ে রাখতে পারেন। নামগুলো খুবই আদরের, মানানসই এবং ছোট বিড়ালের জন্য উপযুক্ত। চলুন নাম গুলো দেখে নেয়া যাক।

  • পুই
  • টুনটুনি 
  • ঝিলিক 
  • পুচকি 
  • টুম্পা 
  • মিষ্টি 
  • ঝুমুর 
  • পায়েল 
  • দুলুনি 
  • টুপটাপ 
  • কুড়ি 
  • চমক 
  • ফুলঝুরি
  • তুদি 
  • কনকচাঁপা 
  • লিলি 
  • ক্যান্ডি 
  • বিউটি 
  • লেক্সি 
  • মিমি 
  • পিংকি 
  • টফি 
  • পেপসি 
  • বাটার কাপ 
  • কইনি 
  • আফরিন 
  • লক্ষ্মী 
  • কালিকা 
  • পার্বতী 
  • শোভা 
  • তুলসী 

এই নামগুলো বিড়ালের রং এবং স্বভাব আর বৈশিষ্ট্য অনুযায়ী বেছে নিতে পারেন। এনাম গুলো দিয়ে ডাকলে খুবই আনন্দ লাগবে এবং অনেকের কাছে আকর্ষণীয় হবে। তাইলে নামগুলো থেকে আপনার পছন্দ মত নাম বেছে নিয়ে আপনার আদরের পোষা বিড়ালের নাম রাখতে পারেন।

পুরুষ বিড়ালের নাম সম্পর্কিত (FAQ) প্রশ্নোত্তর 

প্রশ্ন: বিড়ালের জন্য মজার নাম কি হতে পারে? 

উত্তর: দুধ পায়েস, লাড্ডু, গুগলি, পপকর্ন ইত্যাদি।

প্রশ্ন: কোন বিড়ালের নাম গুলো ট্রেনিং? 

উত্তর: স্নয়ী, ট্রফি, বাবু, পিচু, শানু ইত্যাদি।

প্রশ্ন: ইংরেজি+বাংলা মিশ্র নামে কিছু বিড়ালের নাম? 

উত্তর: ভিক্টর বাবু, মিলকি পুচি, টফি মিষ্টি ইত্যাদি. 

প্রশ্ন: বিড়ালের জন্য ইসলামিক নাম রাখা কি ভালো? 

উত্তর: হ্যাঁ, চাইলে ইসলামিক ঐতিহ্য রক্ষা করতে পারেন 

প্রশ্ন: সাহসী বিড়ালের জন্য নাম কি হতে পারে? 

উত্তর: হামজা, খালিদ, বিরু, রুদ্র ইত্যাদি।

শেষ মন্তব্যঃ পুরুষ বিড়ালের নাম বাংলা 

বর্তমানে বিড়াল পোষা এখন খুবই ট্রেনিং চলছে। বেশিরভাগ ছেলে মেয়েরা বাড়িতে বিড়াল পালতে পছন্দ করেন। যারা বিড়াল পাল্টে যাচ্ছেন কিন্তু নাম খুঁজে পাচ্ছেন না তারা আজকের পর থেকে সুন্দর সুন্দর নামগুলো বেছে নিতে পারেন আপনার আদরের বিড়ালের জন্য। এখানে বিভিন্ন ধরনের বিড়ালের কোয়ালিটি অনুযায়ী নাম দেওয়া হয়েছে সেগুলো থেকে বাছাই করে আপনি আপনার পছন্দের বিড়ালের নাম রাখতে পারেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

গ্রো কেয়ার আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url